মালদহ মেডিক্যালে শিশু মৃত্যু, উঠল গাফিলতির অভিযোগ

মালদহ মেডিক্যাল কলেজে মৃত্যু হল সদ্যজাত এক শিশুর। তার বয়স চার দিন বলে শিশুটির পরিবারের তরফ থেকে জানা গিয়েছে। তাদের দাবি, গত শুক্রবার দরিয়াপুর গ্রামীণ হাসপাতালের প্রসূতি বিভাগে কন্যা সন্তানের জন্ম দেন কালিয়াচকের সুজাপুরের কুলবিয়াড়া গ্রামের বাসিন্দা নমিতা মণ্ডল। রবিবার তাঁকে ছেড়েও দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এর পর সোমবার ওই শিশুটির শ্বাসকষ্টজনিত সমস্যা হলে তাকে নিয়ে আসা হয় ওই গ্রামীণ হাসপাতালে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৪ ১৯:১৪
Share:

মালদহ মেডিক্যাল কলেজে মৃত্যু হল সদ্যজাত এক শিশুর। তার বয়স চার দিন বলে শিশুটির পরিবারের তরফ থেকে জানা গিয়েছে। তাদের দাবি, গত শুক্রবার দরিয়াপুর গ্রামীণ হাসপাতালের প্রসূতি বিভাগে কন্যা সন্তানের জন্ম দেন কালিয়াচকের সুজাপুরের কুলবিয়াড়া গ্রামের বাসিন্দা নমিতা মণ্ডল। রবিবার তাঁকে ছেড়েও দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এর পর সোমবার ওই শিশুটির শ্বাসকষ্টজনিত সমস্যা হলে তাকে নিয়ে আসা হয় ওই গ্রামীণ হাসপাতালে। অবস্থার অবনতি হলে মালদহ মেডিক্যালে রেফার করা হয় তাকে।

Advertisement

মেডিক্যাল কলেজে তাকে এসএনসিইউতে রেখে চিকিত্সা শুরু হয়। এর পর বুধবার সকালে চিকিত্সকেরা ওই শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। শিশুটির পরিবারের অভিযোগ, মৃত শিশুর নাকে-মুখে রক্তের দাগ ছিল। নার্স বা চিকিত্সকের হাত থেকে পড়ে গিয়েই সম্ভবত তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ।

গাফিলতির অভিযোগে হাসপাতালের সুপারের ঘরের সামনে এর পর বিক্ষোভ দেখান পরিবারের লোকজনেরা। হাসপাতালে সুপার না থাকার ফলে ডেপুটি সুপারের কাছে লিখিত অভিযোগও জানানো হয়। এ দিন হাসপাতালের ডেপুটি সুপার জ্যোতিষচন্দ্র দাস বলেছেন, “অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনা প্রমাণিত হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।” লিখিত ওই অভিযোগ ঊর্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন