মিশরে নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ জুন ২০১৪ ১৬:০২
Share:

শপথ নিল মিশরের নতুন মন্ত্রিসভা। মঙ্গলবার কায়রোয় দেশের নবনির্বাচিত প্রেসিডেন্ট আবদেল ফতাহ আল-সিসি-র বাসভবনে এই শপথগ্রহণ অনুষ্ঠান হয়। প্রধানমন্ত্রী ইব্রাহিম মাহলাব-এর নেতৃত্বে ৩০ জন এ দিন শপথ নিয়েছেন। নতুন মন্ত্রিসভায় রয়েছেন চার জন মহিলা প্রতিনিধি। রয়েছেন বেশ কয়েক জন প্রযুক্তিবিদও। গত পাঁচ মাস ধরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলেছেন মাহলাব। গত ২৯ মে প্রায় ৯৩ শতাংশ ভোট পেয়ে মিশরের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছিলেন আল-সিসি। জুনের প্রথম সপ্তাহে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছিলেন তিনি। দেশের সেনাপ্রধানের দায়িত্বও সামলেছেন এক সময়। তাঁর নেতৃত্বে এই প্রথম সরকার গঠন হল মিশরে।

Advertisement

বছর তিনেক আগে গদিচ্যুত হয়েছেন প্রাক্তন প্রেসিডেন্ট হোসনি মোবারক। তার পর মহম্মদ মুরসি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। কিন্তু একনায়কতন্ত্রের অভিযোগে তিনিও গদি হারান। এর পর নির্বাচিত হন আল-সিসি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন