মহারাষ্ট্রে প্যাসেঞ্জার ট্রেন লাইনচ্যুত, মৃত ১৭

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ মে ২০১৪ ১২:৫০
Share:

ছড়িয়ে-ছিটিয়ে থাকা ট্রেনের কামরাগুলি। ছবি: এএফপি।

ফের দুর্ঘটনার কবলে যাত্রীবাহী ট্রেন। রবিবার মহারাষ্ট্রের রায়গড় জেলার নাগোথানে এবং রোহা স্টেশনের মাঝে লাইনচ্যুত হয় দিবা-সাবন্তওয়াড়ি প্যাসেঞ্জার ট্রেন। জেলা পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১২০ জন যাত্রী। বিকেল পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৭। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে জেলা পুলিশ। আহত যাত্রীদের রোহা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর স্থানীয়রাই উদ্ধারকাজে হাত লাগান। ঘটনাস্থলে পৌঁছন উদ্ধারকারী দল ও রেলের শীর্ষ আধিকারিকরা। বগির মধ্যে আটকে থাকা যাত্রীদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন তাঁরা। রেল পুলিশ সূত্রে খবর, এ দিন সকাল দশটা নাগাদ নিদি গ্রামের কাছে রেল সুড়ঙ্গে যাত্রীবাহী ট্রেনটির ইঞ্জিন ও চারটি বগি লাইনচ্যুত হয়। মধ্য রেলের জনসংযোগ আধিকারিক এ কে সিংহ বলেন, “দুর্ঘটনার খবর পেয়েছি। আহতদের সংখ্যা কত তা খতিয়ে দেখছে রেল।” এ দিনের দুর্ঘটনার ফলে কোঙ্কন রেলওয়ে শাখায় ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। রেলমন্ত্রী মল্লিকার্জুন খার্গে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং গুরুতর আহতদের জন্য ৫০ হাজার এবং অপেক্ষাকৃত কম আহতদের জন্য ১০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন। পাশাপাশি, দুর্ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।

Advertisement

রেল যে সব হেল্পলাইন ঘোষণা করেছে তা হল:
ঠাণে-০২২-২৫৩৩৪৮৪০
পানভেল-০২২-২৭৪৬৮
রত্নগিরি-০২৩৫২-২২৮১৭৬/২২৮৯৫১/২২৮৯৫৪

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement