রিজেন্ট পার্কে প্রতিবেশীর ঘুষিতে মৃত ১

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ জুলাই ২০১৪ ১৮:০১
Share:

প্রতিবেশীর সঙ্গে ধস্তাধস্তির জেরে মৃত্যু হল এক প্রৌঢ়ের। মৃতের নাম অশোক দাস(৪০)। ঘটনাটি ঘটে রবিবার রাতে পৌনে একটা নাগাদ রিজেন্ট পার্ক থানার অরবিন্দ পার্কে। পুলিশ জানিয়েছে, পারিবারিক অশান্তি চলছিল বছর অশোকবাবুর বাড়িতে। প্রতিবেশী প্রণব কর্মকার এসে ওই অশান্তির কারণ জানতে চেয়েছিলেন। এই নিয়ে দু’জনের মধ্যে আচমকাই বচসা বাঁধে। বচসা গড়ায় হাতাহাতিতে। সেই সময় অশোকবাবুকে ধাক্কা এবং সজোরে ঘুষি মারেন প্রণব। জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান অশোকবাবু।ওই ঘটনার পর স্থানীয় বাসিন্দারা অশোককে উদ্ধার করে এমআর বাঙুর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এর পরই স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত প্রণব কর্মকারকে পুলিশের হাতে তুলে দেন। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৪ ধারায় অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করেছে পুলিশ। যদিও প্রণববাবুর পরিবারের দাবি, তিনি মানসিক অবসাদে ভুগছেন। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশের দাবি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement