রাজারহাটে গুলির অংশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

রাজারহাটের বাবলাতলা থেকে উদ্ধার হল বিপুল পরিমাণে গুলির সামনের অংশ। ঘটনায় এক ব্যক্তিকে হাতেনাতে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা। তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে বাবলাতলায় বহু দিনের বন্ধ হয়ে যাওয়া একটি সিসা কোম্পানির কাছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

রাজারহাট শেষ আপডেট: ১৫ মার্চ ২০১৫ ১৮:২৯
Share:

রাজারহাটের বাবলাতলা থেকে উদ্ধার হল বিপুল পরিমাণে গুলির সামনের অংশ। ঘটনায় এক ব্যক্তিকে হাতেনাতে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা। তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে বাবলাতলায় বহু দিনের বন্ধ হয়ে যাওয়া একটি সিসা কোম্পানির কাছে।

Advertisement

পুলিশ জানায়, ওই সিসা কোম্পানির কাছে এক ব্যক্তি ৬টি টিনের বাক্স রিকশায় তুলছিল। তার মধ্যে একটি বাক্স নীচে পড়ে যায়। তখনই বাক্স থেকে অনেকগুলি গুলির সামনের অংশ মাটিতে ছড়িয়ে পড়ে। তাই দেখে ছুটে আসেন বাসিন্দারা।

এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোরও। এই ঘটনার পিছনে স্থানীয় বাম নেতা তাপস চট্টোপাধ্যায়ের দিকে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল। যদিও পাল্টা দাবিতে বাম নেতারা জানিয়েছেন, রাজনৈতিক উদ্দেশ্যেই চক্রান্ত। যার দিকে অভিযোগের আঙুল তোলা হয়েছে সেই সিপিএম নেতা তাপস চট্টোপাধ্যায় বলেন, “এটা চক্রান্ত ছাড়া কিছুই নয়। এর সঙ্গে আমার বা দলের কোনও সম্পর্ক নেই।”

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন