রবিবার সকাল পর্যন্ত শহরে বন্ধ জলসরবরাহ

শনিবার বিকেল থেকে উত্তর, মধ্য এবং দক্ষিণ-পূর্ব কলকাতার বিস্তীর্ণ অংশে পানীয় জল সরবরাহ বন্ধ রইল। টালা পাম্পিং স্টেশন এবং শিয়ালদহে ভূগর্ভস্থ পাইপলাইনে মেরামতির জন্য কলকাতা পুরসভা এ দিন সকালের পর থেকে জল সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত আগেই নিয়েছিল পুরসভা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০১৪ ১৯:৩০
Share:

শনিবার বিকেল থেকে উত্তর, মধ্য এবং দক্ষিণ-পূর্ব কলকাতার বিস্তীর্ণ অংশে পানীয় জল সরবরাহ বন্ধ রইল। টালা পাম্পিং স্টেশন এবং শিয়ালদহে ভূগর্ভস্থ পাইপলাইনে মেরামতির জন্য কলকাতা পুরসভা এ দিন সকালের পর থেকে জল সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত আগেই নিয়েছিল পুরসভা। রবিবার সকাল থেকে পানীয় জল সরবরাহ ঠিক স্বাভাবিক হবে বলে পুর কর্তৃপক্ষের দাবি।

Advertisement

কলকাতা পুরসভার মেয়র তথা জল সরবরাহ দফতরের মেয়র পারিষদ শোভন চট্টোপাধ্যায় বলেন, “এ দিন সকালের পর থেকে শহরের বেশির ভাগ অঞ্চলেই মেরামতির জন্য জল সরবরাহ করা সম্ভব হয়নি। রবিবার সকাল থেকে জল সরবরাহ স্বাভাবিক হবে।”

কলকাতা পুরসভার জল সরবরাহ দফতরের ডিরেক্টর জেনারেল বিভাস মাইতি বলেন, “জরুরি পরিস্থিততে জল সরবরাহের ভূগর্ভস্থ পাইপ লাইনে ফাটল এবং ভাল্ব পাল্টানোর ফলে শনিবার দুপুরের পর থেকে শহরে জল সরবরাহ ব্যাহত হয়েছে। কাজ চলছে। এ দিন রাতের মধ্যেই কাজ শেষ হবে।”

Advertisement

সমস্যাটা কোথায়?

পুরসভা সূত্রে জানানো হয়েছে, টালা থেকে শহরের বিস্তীর্ণ অঞ্চলে জল সরবরাহের জন্য যে পাইপগুলি রয়েছে তার অনেকগুলি ভাল্ব পাল্টানোর প্রয়োজন ছিল। এগুলির বেশিরভাগই পুরনো। এগুলি মূলত জলের চাপ নিয়ন্ত্রণ করে। যদি কোনও কারণে জলের চাপ বেশি হয় সেক্ষত্রে পাইপ ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে বলে পুরসভার জল সরবরাহ দফতরের এক আধিকারিক জানিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন