লেকটাউনে বাসের চাকায় পিষ্ট প্রৌঢ়া

দু’টি বাসের রেষারেষির জেরে শহরে ফের মৃত্যু হল এক প্রৌঢ়ার। মৃতের নাম ভারতী পাল (৬০)। তাঁর বাড়ি দমদমের জে কে মিত্র লেনে। সোমবার দুপুর ২টো নাগাদ দুর্ঘটনাটি ঘটে লেকটাউন পুরনো থানার কাছে জল ট্যাঙ্কের পাশে। পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এ দিন জল ট্যাঙ্কের কাছে দাঁড়িয়েছিলেন ভারতী দেবী। ওই সময় ৩০ সি এবং ২১৫ রুটের দু’টি বেসরকারি বাস রেষারেষি করে যাচ্ছিল। আচমকাই ৩০ সি রুটের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ভারতী দেবীকে ধাক্কা মারে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৪ ১৬:১৭
Share:

দু’টি বাসের রেষারেষির জেরে শহরে ফের মৃত্যু হল এক প্রৌঢ়ার। মৃতের নাম ভারতী পাল (৬০)। তাঁর বাড়ি দমদমের জে কে মিত্র লেনে। সোমবার দুপুর ২টো নাগাদ দুর্ঘটনাটি ঘটে লেকটাউন পুরনো থানার কাছে জল ট্যাঙ্কের পাশে।

Advertisement

পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এ দিন জল ট্যাঙ্কের কাছে দাঁড়িয়েছিলেন ভারতী দেবী। ওই সময় ৩০ সি এবং ২১৫ রুটের দু’টি বেসরকারি বাস রেষারেষি করে যাচ্ছিল। আচমকাই ৩০ সি রুটের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ভারতী দেবীকে ধাক্কা মারে। টাল সামলাতে না পেরে তিনি রাস্তার উপর পড়ে যান। তখনই বাসের পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ভারতীদেবীর। এই ঘটনার পরই বাসটিতে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। গ্রেফতার করা হয় বাস চালক পূজারি যাদবকে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বাসের মধ্যে রেষারেষির ছবিটা প্রতি দিনের। একেই সরু রাস্তা, তার উপর বেপরোয়া ভাবে যান চলাচলের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা থেকেই যায়।

শহরের রাস্তায় বাসের রেষারেষি কোনও নতুন ব্যাপার নয়। এই রেষারেষির জেরে প্রাণ গিয়েছে অনেকেরই। প্রতি বছরই নিয়ম করে পথ নিরাপত্তা সপ্তাহ পালন করা হয়। কিন্তু সেই সব কর্মসূচিকে কার্যত বুড়ো আঙুল দেখিয়েই যানবাহন চলে শহরের বুকে। যার মূল্য দিতে সাধারণ মানুষকে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন