ষষ্ঠীর সকালে বৃষ্টি, কপালে ভাঁজ উদ্যোক্তা-দর্শনার্থীদের

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৪ ১৭:৩৯
Share:

উৎসবের শুরুর মুখেই কিছুটা পাল্টে গেল প্রকৃতি!

Advertisement

মঙ্গলবার, ষষ্ঠীর সকালেই বৃষ্টি নামল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায়! কোথাও কোথাও দমকা হাওয়াও মিলেছে। এ সব দেখে স্বাভাবিক ভাবেই চিন্তিত পুজোর বাংলা। অনেকেরই প্রশ্ন, বৃষ্টির দাপটে কি পণ্ড হবে পুজো? আবহাওয়া দফতর অবশ্য আশ্বাস দিচ্ছে, এই বৃষ্টি নেহাতই সাময়িক। পুজোর সময় দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সেই বৃষ্টিতে উৎসবের আনন্দ মাটি হবে না বলেই মনে করছেন হাওয়া অফিসের বিজ্ঞানীরা।

খাতায়-কলমে দক্ষিণবঙ্গে বর্ষা এখনও রয়েছে। নিয়মমাফিক চললে, লক্ষ্মীপুজোর পর দিন অর্থাৎ ৮ অক্টোবর দক্ষিণবঙ্গ থেকে তার বিদায় নেওয়ার কথা। তাই পুজোয় যে বৃষ্টি হতে পারে, সে কথা বহু আগেই জানিয়েছিলেন আবহবিদদের একাংশ। কিন্তু দিন কয়েক আগে সব দিক খতিয়ে দেখে আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছিল, পুজোয় বৃষ্টি হওয়ার তেমন সম্ভাবনা নেই। কারণ, বর্ষার বৃষ্টির জন!্য ঘূর্ণাবর্ত-নিম্নচাপ ও সক্রিয় মৌসুমি অক্ষরেখা

Advertisement

আলিপুর আবহাওয়া দফতরের বিজ্ঞানীদের ব্যাখ্যা, পশ্চিম ও মধ্য ভারতের একাংশ থেকে ইতিমধ্যেই বর্ষার বিদায় শুরু হয়েছে। তার ফলে সেখান থেকে দক্ষিণবঙ্গের পরিমণ্ডলে ঠান্ডা বাতাস ঢুকছে। আবার দক্ষিণবঙ্গের পরিমণ্ডলে গরম, জলীয় বাষ্প রয়েছে। এই দু’য়ের সংমিশ্রণেই এ দিন সকালে স্থানীয় ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে। তা থেকেই এই বৃষ্টি। জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গোকুলচন্দ্র দেবনাথ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement