সেতুতে ধাক্কা খেয়ে তাইওয়ানের নদীতে যাত্রিবাহী বিমান, মৃত ১৬

রাস্তার উপরের একটি সেতুতে ধাক্কা খেয়ে নদীর জলে ডুবে গেল বিমান। বুধবার সকালে তাইওয়ানের ঘটনা। ওই বিমানে পাঁচ জন বিমানকর্মী এবং ৫৩ জন যাত্রী ছিলেন। ঘটনায় ১৫ জন প্রাণ হারিয়েছেন। প্রশাসন সূত্রে খবর, এ দিন দুপুর পর্যন্ত ওই বিমানে প্রায় ৩০ জন আটকে রয়েছেন। উদ্ধার কাজ এখনও চলছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০১৫ ১৪:৪৭
Share:

আছড়ে পড়ার আগের মুহূর্ত। ছবি: এএফপি।

রাস্তার উপরের একটি সেতুতে ধাক্কা খেয়ে নদীর জলে ডুবে গেল বিমান। বুধবার সকালে তাইওয়ানের ঘটনা। ওই বিমানে পাঁচ জন বিমানকর্মী এবং ৫৩ জন যাত্রী ছিলেন। ঘটনায় ১৬ জন প্রাণ হারিয়েছেন। প্রশাসন সূত্রে খবর, এ দিন দুপুর পর্যন্ত ওই বিমানে প্রায় ৩০ জন আটকে রয়েছেন। উদ্ধার কাজ এখনও চলছে।

Advertisement

স্থানীয় সময় সকাল ১১টা নাগাদ রাজধানী তাইপেই-এর সংশান বিমানবন্দর থেকে কিনমেন দ্বীপের উদ্দেশে সবে উড়েছিল ট্রান্স এশিয়ার অন্তর্দেশীয় বিমানটি। কিন্তু, বিমানবন্দর এলাকা ছেড়ে মিনিটখানেক এগোতেই রাস্তার উপর একটি সেতুতে ধাক্কা মারে বিমানটি। নিয়ন্ত্রণ হারিয়ে এর পর বিমানটি পাশের নদীতে গিয়ে পড়ে। বিমানটির ডানায় ধাক্কা খেয়ে একটি ট্যাক্সি সম্পূর্ণ ভাবে দুমড়েমুচড়ে যায়। বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, ওই বিমানে সফররতদের বেশির ভাগই চিনা পর্যটক ছিলেন। তবে, কী ভাবে এই দুর্ঘটনা ঘটেছে সে বিষয়ে নিশ্চিত ভাবে কিছু এখনও পর্যন্ত জানা যায়নি।

সংশান বিমানবন্দর সূত্রে খবর, সেতুতে ধাক্কা খাওয়ার পর থেকেই ওই বিমানের সঙ্গে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানে সফররত অবস্থায় যাত্রীদের মোবাইল ফোন নিষ্ক্রিয় করা থাকে, সেই জন্য কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বলেও বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন। উদ্ধারকারী দলের এক সদস্য জানিয়েছেন, ঘটনাস্থলে পৌঁছে তিনি তিন জনকে মৃত অবস্থায় উদ্ধার করেন। এর পর মৃতের সংখ্যা বাড়তে থাকে। আটকে পড়া যাত্রীদের বিমানের উপর দাঁড়িয়ে দড়ির সাহায্যে উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। উদ্ধার হওয়া যাত্রীদের মধ্যে তিনটি শিশুও রয়েছে। উদ্ধারকার্যে সেনাবাহিনীকে নামানো হয়েছে বলে সূত্রের খবর। উদ্ধার হওয়া যাত্রীদের হাসপাতালে পাঠানোর জন্য ১৫টি অ্যম্বুল্যান্সেরও ব্যবস্থা করেছে প্রশাসন।

Advertisement

কয়েক মাসের ব্যবধানে এই নিয়ে দ্বিতীয় বার ট্রান্স এশিয়ার বিমান বিপর্যয়ের মুখোমুখি হল। এর আগে গত জুলাই মাসে প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছিল ট্র্যান্স এশিয়ার অন্য একটি উড়ান। সেই ঘটনায় মৃত্যু হয়েছিল ৪৮ জন যাত্রীর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন