সামসেরগঞ্জে পথ দুর্ঘটনা, মৃত এক শিশু

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ মে ২০১৪ ১৮:১৮
Share:

মঙ্গলবার সকালে মুর্শিদাবাদে সামসেরগঞ্জে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক শিশুর। মৃত ওই শিশুর নাম মেসবা-উল-হক(৫)। পুলিশ জানিয়েছে, এ দিন সকালে দুই ছেলেকে সাইকেলে চাপিয়ে পাকুর থেকে স্কুলের পথে যাচ্ছিলেন মানারুল হক। সাইকেলের সামনে বসেছিল বড় ছেলে মনসুর আলি(৮) এবং পিছনে ছিল ছোট ছেলে। পথে চাঁদপুর ব্রিজের কাছে তীব্র যানযটের জন্য সাইকেল থেকে নেমে দুই ছেলেকে নিয়ে হেঁটেই যাচ্ছিলেন মানারুল। সেই সময় একটি অটো পিছন থেকে ধাক্কা মারলে মানারুলের হাত থেকে সাইকেলটি পড়ে যায়। সাইকেলে বসে থাকা তাঁর দুই ছেলে রাস্তার মধ্যে ছিটকে পড়ে। উল্টো দিক থেকে আসা একটি লরিতে পিষ্ট হয়ে যায় মেসবা। গুরুতর আহত হয় মনসুর। প্রথমে তাঁদের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তাররা মেসবাকে মৃত বলে ঘোষণা করেন। অবস্থার অবনতি হওয়ায় মনসুরকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে স্থানান্তিরত করা হয়।

Advertisement

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই আশপাশের গ্রাম ও স্কুল থেকে লোকজন ও ছাত্রছাত্রীরা ছুটে আসেন। বেশ কয়েকটি অটোতে ভাঙচুর চালানোর পাশাপাশি প্রায় সাড়ে চার ঘণ্টা পথ অবরোধ করেন তাঁরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী পৌঁছয়। এলাকায় ট্রাফিক ব্যবস্থা না থাকায় দীর্ঘ দিন ধরেই ক্ষোভ ছিল বাসিন্দাদের। দুর্ঘটনাস্থলে সামসেরগঞ্জের ওসি সুব্রত মজুমদার এসে ট্র্যাফিক ব্যবস্থা চালু করার প্রতিশ্রুতি দেওয়ার পর অবরোধ তোলেন বাসিন্দারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement