হাইকোর্টে তাপস পাল মামলা উঠতে পারে মঙ্গলবার

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০১৪ ১৯:৫২
Share:

তাপস পাল মামলা মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি নিশীথা মাত্রের আদালতে ওঠার কথা রয়েছে।

Advertisement

সোমবার ওই বিচারপতির আদালতে এই মামলাটির কথা উল্লেখ করেন আইনজীবী রাজদীপ মজুমদার। কবে মামলাটি শুনানির জন্য ধার্য হবে সেই ব্যাপারে বিচারপতি মাত্রে মঙ্গলবার সিদ্ধান্ত নিতে পারেন বলে অনুমান করছেন হাইকোর্টের আইনজীবীদের একাংশ।

নদিয়ার নাকাশিপাড়া থানা এলাকায় কয়েকটি জনসভায় উস্কানি ও বিদ্বেষমূলক বক্তব্য পেশ করার অভিযোগ উঠেছে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ তাপস পালের বিরুদ্ধে। সাংসদের বিরুদ্ধে পুলিশ আইনি ব্যবস্থা না নেওয়ায় কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন জনৈক বিপ্লব চৌধুরী।

Advertisement

গত ২৮ জুলাই হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ (বিচারপতি দীপঙ্কর দত্তের আদালত) নির্দেশ দেয়, তাপস পালের উস্কানিমূলক বক্তব্যের প্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্ত করতে হবে সিআইডি-কে। সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আপিল করেন তাপস পাল এবং রাজ্য সরকার।

হাইকোর্টের বিচারপতি গিরীশচন্দ্র গুপ্ত এবং বিচারপতি তপোব্রত মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে এই মামলার নিষ্পত্তি হয়নি। গত ১৩ অগস্ট ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, মামলার রায় নিয়ে সব প্রশ্নেই দুই বিচারপতি ভিন্ন মত পোষণ করেছেন। মামলার নিষ্পত্তি না হওয়ায় গত ২৯ অগস্ট তৃতীয় বিচারপতি নিশীথা মাত্রের আদালতে মামলাটি পাঠানো হয়েছে। এই মামলার নিষ্পত্তি এখন বিচারপতি মাত্রের আদালতেই হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement