পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। আহত হয়েছেন আরও তিন জন। সোমবার ভোরে বড়তলা থানার হাতিবাগান মোড়ের ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতের নাম বাপি মণ্ডল (২৫)।
পুলিশ সূত্রের খবর, এ দিন ভোরে বিধান সরণিতে ধর্মতলামুখী একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে হাতিবাগান ক্রসিংয়ের কাছে অন্য একটি গাড়িকে ধাক্কা মারে। এই ঘটনায় ওই গাড়ির চার যাত্রী আহত হন। তাঁদের হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা বাপিকে মৃত বলে ঘোষণা করেন। লরি-সহ চালক পালিয়ে গিয়েছে বলে পুলিশ জানিয়েছে।