হিন্দ মোটরে ঝুলল ‘সাসপেনশন অফ ওয়ার্ক’-এর নোটিস

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ মে ২০১৪ ১৬:১৮
Share:

হিন্দমোটরে হিন্দুস্তান মোটরস (এইচ এম)-এর কারখানায় ‘সাসপেনশন অফ ওয়ার্ক’-এর নোটিস ঝোলালেন কর্তৃপক্ষ। শনিবার সকালেই কারখানার গেটে এই নোটিস ঝুলিয়ে দেওয়া হয়।

Advertisement

হিন্দমোটরের এই কারখানায় প্রায় ২ হাজার কর্মী কাজ করতেন। গত এক দশক ধরে কারখানা প্রায় অচল অবস্থায় পড়ে ছিল। উৎপাদন হারও শূন্যের কাছাকাছি নেমে এসেছিল। শ্রমিকদের বেতন দেওয়া হচ্ছিলও অনিয়মিত ভাবে। এমন পরিস্থিতিতে ঝোলানো হল এই নোটিস।

স্থানীয় তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, শ্রমিকরা যাতে তাঁদের সমস্ত বকেয়া টাকাপয়সা পান, সে বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন তিনি। রাজ্য সরকার সর্বদা শ্রমিকদের পাশেই আছে বলে এ দিন মন্তব্য করেন কল্যাণবাবু। তিনি বলেন, “শ্রমিক আবাসনে জল ও বিদ্যুৎ পরিষেবার পাশাপাশি শ্রমিকেরা যাতে চিকিৎসার সুযোগ সুবিধা পান সে বিষয়ে রাজ্য সরকার উদ্যোগী হবে। এমনকী, তাঁদের ছেলেমেয়েদের জন্য স্কুলও খোলা রাখার উদ্যোগ নেওয়া হবে।”

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন