Lok Sabha Election 2024

সন্দেশখালিতে ‘অত্যাচার’, প্রচারে শেখ শাহজাহান শোনাচ্ছেন আর এক শেখ শাহজাহানের কথা

এই শাহজাহানের কথা হঠাৎই একটি অনুষ্ঠানে মাইকের শব্দে কানে আসে শালবনির পিঁড়াকাটার বিজেপির কর্মীদের। সে দিন সেই অনুষ্ঠানে আসার কথা ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।

Advertisement

বরুণ দে

মেদিনীপুর শেষ আপডেট: ২৫ মে ২০২৪ ০৯:০১
Share:

তখন বাড়ি বাড়ি প্রচারে বিজেপির শাহজাহান। —নিজস্ব চিত্র।

শেখ শাহজাহান শোনাচ্ছেন শেখ শাহজাহানের কথা। শেখ শাহজাহান শোনাচ্ছেন, কী ভাবে মা-বোনেদের উপরে অত্যাচার করেছে শেখ শাহজাহানের লোকজন, সন্দেশখালিতে। শালবনির সাতপাটি এখন ঘরে ঘরে ঘুরছেন তিনি।

Advertisement

প্রথম জন বিজেপির সক্রিয় কর্মী এবং পদাধিকারী। যাঁকে সন্দেশখালি নিয়ে এবং সেখানকার বেতাজ বাদশা দ্বিতীয় শাহজাহানের (যিনি তৃণমূল নেতা) ‘অত্যাচার’ নিয়ে বলতে ঘরে ঘরে পাঠাচ্ছেন বিজেপি নেতৃত্ব।

এই শাহজাহানের কথা হঠাৎই একটি অনুষ্ঠানে মাইকের শব্দে কানে আসে শালবনির পিঁড়াকাটার বিজেপির কর্মীদের। সে দিন সেই অনুষ্ঠানে আসার কথা ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তার আগে একে একে দলের নেতৃত্বকে বরণ করে নিচ্ছিলেন দলের স্থানীয় নেতা-কর্মীরা। কে, কাকে বরণ করবেন, মঞ্চ থেকে পরপর নাম ঘোষণা করছেন জেলা বিজেপির মুখপাত্র অরূপ দাস। এক সময় অরূপ বললেন, ‘‘এ বার বরণ করে নিচ্ছেন শেখ শাহজাহান...।’’ সভার ভিড়ে গুঞ্জন, ‘সে কী! এখানেও!’

Advertisement

বিজেপির এই শেখ শাহজাহানের বাড়ি শালবনির সাতপাটি অঞ্চলের পাথরীতে। বিজেপির সক্রিয় কর্মী হিসাবে দলীয় প্রার্থীকে জেতাতে এলাকায় বাড়ি বাড়ি প্রচার করছেন তিনি। এবং শোনাচ্ছেন সন্দেশখালির কথা। বলছেন, সেখানে তৃণমূলের শাহজাহান কত অত্যাচার করেছেন। এ বার ভোটে সন্দেশখালির প্রসঙ্গ তুলে তৃণমূলকে চাপে ফেলার পথে হাঁটছে বিজেপি। পশ্চিম মেদিনীপুরের এই প্রত্যন্ত এলাকায়ও সেই প্রচার-কৌশল অব্যাহত। সাতপাটির বিজেপি কর্মী শাহজাহান বলছেন, ‘‘কী ভাবে সন্দেশখালিতে মা-বোনেদের উপর অত্যাচার হয়েছে, মানুষ দেখেছেন। প্রচারে আমরাও সে কথা তুলে ধরছি।’’

সাতপাটি এলাকাটি মেদিনীপুর লোকসভার অন্তর্গত। এখানে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। শাহজাহান জুড়ছেন, ‘‘সন্দেশখালি-সহ রাজ্যের যেখানে যেখানে মা-বোনেরা ক্ষতবিক্ষত হয়েছেন, সেখানেই ছুটে গিয়েছেন আমাদের প্রার্থী।’’ বছর তিরিশের শাহজাহান বছর দশেক বিজেপিতে রয়েছেন। দলের সংখ্যালঘু মোর্চার স্থানীয় মণ্ডলের সভাপতি তিনি। সংস্কৃতে অনার্স করেছেন মেদিনীপুর কলেজ থেকে।

নামের মিল থাকায় গ্রামে প্রচারে গিয়ে অপ্রীতিকর কিছু প্রশ্নের মুখোমুখিও হতে হচ্ছে সাতপাটির বিজেপি কর্মী শাহজাহানকে। সে দিন যেমন এক গ্রামবাসী তাঁকে শুনিয়েছেন, ‘কোনও দিন যদি তুইও অমন (দাপুটে) হয়ে যাস...!’ বিজেপির শাহজাহান হেসে বলেন, ‘‘কৃষ্ণ নামে দেবতা আছেন। কোনও দস্যুও যদি কৃষ্ণ নামের হয়, কী আর করা যাবে!’’

তৃণমূলের রাজ্য সম্পাদক প্রদ্যোত ঘোষ পাল্টা বলেন, ‘‘সন্দেশখালি নিয়ে বিজেপি মিথ্যাচার করছে। বিজেপির ওই শাহজাহানও সেই মিথ্যাচার করছেন। সন্দেশখালিতে যা বলা হচ্ছে, তা হয়নি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন