Lok Sabha Election 2024

তারকা প্রার্থী, নারী নির্যাতন নিয়ে সভায় সরব দীপ্সিতা

রাজ্য সরকারেরও সমালোচনা করেন দীপ্সিতা। তাঁর দাবি, বিধানসভা ভোটের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু’কোটি বেকারকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বুদবুদ শেষ আপডেট: ১১ মার্চ ২০২৪ ০৯:৩২
Share:

মানকরে দীপ্সিতা ধর। নিজস্ব চিত্র।

কৃষক আত্মহত্যা এবং হাথরসে নারী নির্যাতনের প্রসঙ্গ তুলে বিজেপিকে নিশানা করলেন সিপিএমের ছাত্র সংগঠনের নেত্রী দীপ্সিতা ধর। পাশাপাশি, বেকারের চাকরির প্রতিশ্রুতি তৃণমূল পালন করেনি দাবি করে রাজ্য সরকারের সমালোচনা করেন তিনি।

Advertisement

রবিবার মানকরে সিপিএমের সভায় বক্তৃতা করেন এসএফআইয়ের সর্বভারতীয় যুগ্ম সম্পাদক দীপ্সিতা। তাঁর অভিযোগ, বিজেপি প্রতি দিন ধর্মের নামে সমাজে বিষ ঢুকিয়ে দিচ্ছে। অথচ, হাথরসে যে মেয়েটি নির্যাতনের শিকার হয়েছেন, তার বিষয়ে চুপ বিজেপি। তিনি আরও বলেন, ‘‘পদকজয়ী ক্রীড়াবিদেরা যখন শারীরীক নিগ্রহের অভিযোগ তেলেন, তখনও কেন্দ্রীয় সরকার চুপ করে থাকে। কৃষকেরা আত্মহত্যা করলেও মোদী সরকারের সে দিকে নজর নেই। সার এবং কৃষি সরঞ্জামের ভর্তুকি তুলে দেওয়া হচ্ছে।’’

রাজ্য সরকারেরও সমালোচনা করেন দীপ্সিতা। তাঁর দাবি, বিধানসভা ভোটের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু’কোটি বেকারকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। আবার নির্বাচন আসছে। কিন্তু চাকরি নেই। এ দিন তৃণমূল রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করেছে। তালিকায় একাধিক অভিনেত্রী রয়েছেন। এ নিয়ে দীপ্সিতার খোঁচা, ‘‘রাজনীতিতে মানুষের কথা কম, আর বিনোদন বেশি হলে এ রকম হয়। রাজনীতিতে সবাই আসতে পারেন। তবে ন্যূনতম প্রস্তুতি দরকার। শুধু তারকা বলে টিকিট দেওয়া হয়েছে।’’

Advertisement

সভায় ছিলেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য আভাস রায়চৌধুরী-সহ অনেকে। দীপ্সিতার বক্তব্য নিয়ে তৃণমূলের গলসি ১ ব্লক সভাপতি জনার্দন চট্টোপাধ্যায়ের প্রতিক্রিয়া, ‘‘সিপিএমের কোনও জনভিত্তি নেই। কাজেই তারা কী বলল, তাতে কিছু এসে যায় না।’’ বিজেপির বর্ধমান (সদর) সহ-সভাপতি রমন শর্মার মন্তব্য, ‘‘মানুষ সিপিএমকে আগেই পরিত্যাগ করেছে। লোকসভা ভোটে তাদের খুঁজে পাওয়া যাবে না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন