TMC Campaign in Sainthia

চক্রান্ত করলে ফাঁস হবেই, সন্দেশখালিতে পরিকল্পনা করে অসম্মান করা হয়েছে মেয়েদের: বীরভূমে মমতা

বীরভূমে তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে জনসভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০০৯ সাল থেকে এই কেন্দ্রের সাংসদ শতাব্দী। এ বার বিজেপি তাঁর বিরুদ্ধে প্রার্থী করেছে দেবতনু ভট্টাচার্যকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৬ মে ২০২৪ ১৪:৩৭
Share:

মমতা বন্দ্যোপাধ্যায়। — ছবি ফেসবুক।

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ০৬ মে ২০২৪ ১৫:২৮ key status

‘জোড়াফুলই আপনাদের রক্ষা করবে’

শতাব্দী রায়কে পাশে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘জোড়াফুল আপনাকে এনআরসি, ‘ক্যা’ থেকে রক্ষা করবে।’’

শেষ আপডেট: ০৬ মে ২০২৪ ১৫:২৫ key status

‘বিজেপির কাছে আত্মসমর্পণ করব না’

মমতা বলেন, ‘‘সিএএ, এনআরসি, ইউনিফর্ম সিভিল কোড করতে দেব না। দরকার হলে জীবন দেব, কিন্তু বিজেপির কাছে আত্মসমর্পণ করব না।’’

Advertisement
শেষ আপডেট: ০৬ মে ২০২৪ ১৫:১৫ key status

‘সন্দেশখানিতে প্ল্যান করে মেয়েদের অসম্মান করেছে’

সন্দেশখালি ইস্যু নিয়ে বিজেপিকে আক্রমণ মমতার। তিনি বলেন, ‘‘সন্দেশখালিতে কী ভাবে প্ল্যান করে মেয়েদের অসম্মান করেছে, দেখেছেন তো? ওরা জানে না, মেয়েদের কাছে টাকাটা বড় কথা নয়। তাঁদের কাছে আত্মসম্মান, মেয়েদের গরিমা— এটার সম্মান অনেক বেশি। নির্বাচনে জিততে ব্লু প্রিন্ট তৈরি করেছে। বেশি চক্রান্ত কোরো না, এক দিন ফাঁস হবেই।’’

শেষ আপডেট: ০৬ মে ২০২৪ ১৫:১১ key status

‘২৬ হাজার শিক্ষক-শিক্ষিকার পাশে আছি’

হাই কোর্টের চাকরি বাতিলের নির্দেশ নিয়ে আবারও সরব মমতা। সোমবারের সভা থেকে বাংলার মুখ্যমন্ত্রী বলেন, ‘‘মোদিরা যা বলেছিল, কিচ্ছু করেনি। দু’কোটি ছেলেমেয়েকে চাকরি দেবে বলেছিল, কিন্তু চাকরি তো দেয়ইনি, উল্টে বেকারের সংখ্যা বেড়েছে। উপরন্তু আমাদের ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকার চাকরি ওরা কোর্টে কেস করে খেয়ে নিয়েছে। আমরা শিক্ষক-শিক্ষিকাদের পাশে আছি।’’

Advertising
Advertising
শেষ আপডেট: ০৬ মে ২০২৪ ১৫:০৬ key status

‘নিজেদের ক্ষমতায় কর্মশ্রী করছি’

মমতা বলেন, ‘‘তিন বছর ধরে ১০০ দিনের কাজ করতে দেয় না বাংলাকে। তা সত্ত্বেও আমরা নিজেদের ক্ষমতার জোরে একটা কর্মশ্রী প্রকল্প করছি। যেখানে জব কার্ড হোল্ডাররা বছরে ৫০ দিনের কাজ পাবেন। সব টাকা আমরা দেব।’’

শেষ আপডেট: ০৬ মে ২০২৪ ১৫:০২ key status

‘বিনা পয়সায় চালের টাকাও দেয়নি কেন্দ্র’

মমতা বলেন, ‘‘ন’কোটি মানুষকে বিনা পয়সায় চাল দিতে গেলে বছরে ৩২ কোটি টাকা লাগে। এই সব টাকা আমরা দিয়েছি। দু’বছর ধরে একটা টাকাও দেয়নি কেন্দ্র। ভেবেছিল আমরা রেশনটা বন্ধ করে দেব, কিন্তু আমরা তা করিনি।’’

শেষ আপডেট: ০৬ মে ২০২৪ ১৪:৫৯ key status

কথা দিলে কথা রাখি: মমতা

বীরভূমের সভা থেকেও কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে নিশানা করলেন মমতা। তিনি বলেন, ‘‘আমি সেই কথাই বলি, যা আমি রাখতে পারব। যে কথা রাখতে পারব না, তা আমার মুখ দিয়ে বলানো যাবে না। আমাকে দেখতে হয় আমার কাছে টাকা আছে কি না। দিল্লি তো সব টাকা বন্ধ করে দিয়েছে। আমাদের ১ কোটি  ৭৪ লক্ষ বকেয়া। সব বন্ধ।’’

শেষ আপডেট: ০৬ মে ২০২৪ ১৪:৫৩ key status

‘বিনা পয়সা শস্য়বিমা আমরা দিই’

বীরভূমের সভা থেকে মমতা বলেন, ‘‘বিনা পয়সা শস্য়বিমা আমরা দিই। কেন্দ্রীয় সরকার দেয় না। সারা দেশটাকে লুট করে দিয়েছে মোদী সরকার। আমি বললে দোষ হবে। যখন অর্থমন্ত্রীর স্বামী দাঁড়িয়ে বলেন, দেশ লুট হয়ে গেল, দেশে আর কোনও দিন ভোট হবে না যদি মোদী আবার আসে। নোটবন্দির সময় জনগণের টাকা লুট করেছে। সব লুট করেছে।’’

শেষ আপডেট: ০৬ মে ২০২৪ ১৪:৪৫ key status

‘ডেউচা-পাঁচামিতে এক লক্ষ ছেলেমেয়ের চাকরি হবে’

মমতা বলেন, ‘‘বীরভূম, বর্ধমান আমাদের শস্যভাণ্ডার। আপনারা আমাদের শস্য দেন, তাই দিয়ে আমরা জীবনধারণ করি। আগামী দিনে ডেউচা-পাঁচামিতে এক লক্ষ ছেলেমেয়ের চাকরি হবে। কোনও ঘরে বেকার থাকবে না। এটা আপনাদের গর্ব।’’

শেষ আপডেট: ০৬ মে ২০২৪ ১১:০৭ key status

সাঁইথিয়ার জনসভায় মমতা

বীরভূমের দলীয় প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে প্রচার করতে সাঁইথিয়ায় বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাঁইথিয়ার মেলার মাঠে এই জনসভার আয়োজন করা হয়েছে। শতাব্দীর সমর্থনে আগেও বীরভূমে প্রচারসভা করেছেন মমতা।

শেষ আপডেট: ০৬ মে ২০২৪ ১১:০৭ key status

মমতার জোড়া সভা

লোকসভা নির্বাচনে দলীয় প্রার্থীদের প্রচারে সোমবার বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জোড়া সভা করবেন। প্রথম সভা বোলপুরের সাঁইথিয়ায়। সেখানে তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে প্রচার সারছেন তিনি। দ্বিতীয় সভা বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের কল্পতরু ময়দানে। ওই লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার কীর্তি আজ়াদের সমর্থনে জনসভা করবেন মমতা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও পড়ুন
Advertisement