Lok Sabha Election 2024

মিছিলেও মন পড়ে ছিল সুপ্রিম কোর্টে, রায় শুনে মন তৃপ্ত হল, চাকরি বাতিলে স্থগিতাদেশ নিয়ে মমতা

আরামবাগ লোকসভা কেন্দ্রে এ বার প্রার্থী বদল করেছে তৃণমূল। অপরূপা পোদ্দারের পরিবর্তে ওই কেন্দ্রে মিতালি বাগকে টিকিট দেওয়া হয়েছে। বুধবার তাঁর সমর্থনে প্রচার করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৮ মে ২০২৪ ১৪:৩১
Share:

আরামবাগে মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: ভিডিয়ো থেকে।

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ০৮ মে ২০২৪ ১৫:০০ key status

সন্দেশখালি নিয়ে মমতা

সন্দেশখালির ‘স্টিং ভিডিয়ো’ নিয়ে আরামবাগে মমতা বলেন, ‘‘দেখলেন তো সন্দেশখালিতে কেমন টাকার খেলা হয়েছে? মা, বোনেদের সম্মান চলে গেলে তা কি টাকা দিয়ে ফেরত আসে? এর বদলা চাই। ভোটের মাধ্যমে সন্দেশখালির বদলা হবে।’’

শেষ আপডেট: ০৮ মে ২০২৪ ১৪:৫৮ key status

ভুল শুধরে নেওয়ার বার্তা

আরামবাগের সভা থেকে মমতা ভুল শুধরে নেওয়ার কথা বললেন মমতা। তিনি বলেন, ‘‘এর আগে কেউ ভুল করে থাকলে, আমরা ভুল শুধরে নিয়েছি। এই কেন্দ্রে আমরা এ বার নতুন প্রার্থীকে টিকিট দিয়েছি। মিতালি প্রান্তিক ঘরের মেয়ে। ওঁকে জেতান।’’

Advertisement
শেষ আপডেট: ০৮ মে ২০২৪ ১৪:৫৪ key status

চাকরি বাতিলে স্থগিতাদেশ নিয়ে মমতা

সুপ্রিম কোর্টে চাকরি বাতিলের স্থগিতাদেশ নিয়ে মমতা বলেন, ‘‘বিজেপি চাকরিখেকো বাঘ। ২৬ হাজার ছেলেমেয়ের চাকরি খেয়ে নিল। বেতন ফেরত দিতে বলল। আমি সে দিন থেকে বলেছিলাম, চিন্তা করবেন না। পাশে আছি। মঙ্গলবার দুর্গাপুরে মিছিল করছিলাম। মনটা পড়ে ছিল সুপ্রিম কোর্টে। কী রায় হয় তা নিয়ে চিন্তায় ছিলাম। রায় শুনে মনটা স্নিগ্ধ, তৃপ্ত হয়ে গেল। এরা মানুষের মুখের গ্রাস কেড়ে নেয়। এরা মানুষ নয়, দানব।’’

শেষ আপডেট: ০৮ মে ২০২৪ ১৪:৪৭ key status

প্রচারসর্বস্ব মোদী

নরেন্দ্র মোদীর প্রচারসর্বস্বতা নিয়ে আরামবাগে আক্রমণ করেন মমতা। বলেন, ‘‘ওঁর নাম আমি দিয়েছি প্রচারমন্ত্রী। ঘুম থেকে উঠলে, রাতে ঘুমোতে যাওয়ার আগে সর্বত্র ওঁর ছবি। শুধু নিজের প্রচার করতে ভালবাসেন।’’

Advertising
Advertising
শেষ আপডেট: ০৮ মে ২০২৪ ১৪:৪৪ key status

বিজেপির প্রার্থী কে? চিনি না

আরামবাগে গিয়ে মমতা জানান, তিনি সেখানকার বিজেপির প্রার্থীকে চেনেনই না। মঞ্চে উপস্থিত অন্যান্যদের কাছ থেকে বিজেপি প্রার্থীর নাম জেনে নেন তিনি। তার পরেও জানান, ওই প্রার্থীকে তিনি চেনেন না। 

শেষ আপডেট: ০৮ মে ২০২৪ ১৪:৪৩ key status

প্রার্থীর পরিচয়

আরামবাগে মিতালি বাগের হাত ধরে তাঁর পরিচয় দেন মমতা। বলেন, ‘‘মিতালি বাগদি সম্প্রদায়ের মেয়ে। উচ্চশিক্ষা করেছে। অনেকে বলেন, বাগদি বাউড়িরা টিকিট পান না। আমরা ওঁকে টিকিট দিয়ে তা প্রমাণ করে দিয়েছি।’’

শেষ আপডেট: ০৮ মে ২০২৪ ১৪:৪০ key status

কেউ বদমায়েশি করলে তাড়িয়ে দেব

আমাদের কেউ বদমায়েশি করলে আমি থাপ্পড় মেরে তাড়িয়ে দিতে পারি। বিজেপি সেটা করবে না। সিপিএমের হার্মাদ এখন বিজেপি হয়ে গিয়েছে। টাকা দিয়ে ভোট কিনছে।

শেষ আপডেট: ০৮ মে ২০২৪ ১৪:৩৬ key status

সিপিএমকে আক্রমণ

আরামবাগের মঞ্চ থেকে সিপিএমকে আক্রমণ করেন মমতা। বলেন, ‘‘সিপিএমের হার্মাদেরাই এখন বিজেপির হার্মাদ হয়েছে। আমার থেকে ভাল ওদের আর কেউ চেনে না। গড়বেতা থেকে আরামবাগ পর্যন্ত সিপিএম মাটির নীচে সুড়ঙ্গ খুঁড়ে রেখেছিল। মানুষ খুন করে সেখানে ফেলে দিত। আর তাঁকে খুঁজে পাওয়া যেত না।’’

শেষ আপডেট: ০৮ মে ২০২৪ ১৪:৩৪ key status

‘ঢেলে উন্নয়ন হয়েছে’

আরামবাগের সভায় উন্নয়নকেই হাতিয়ার করেছেন মমতা। তাঁর সরকারের আমলে কেন্দ্রের কোথায় কী উন্নতি হয়েছে, সেই খতিয়ান দেন তিনি। আরামবাগ আগে কেমন ছিল, সেই স্মৃতিচারণ করেন।

শেষ আপডেট: ০৮ মে ২০২৪ ১৪:৩১ key status

রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধার্ঘ্য

বুধবার রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে কালীপুরের মাঠে তাঁর উদ্দেশে শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবি ঠাকুরের ছবিতে মালা পরিয়ে দেন তিনি।

শেষ আপডেট: ০৮ মে ২০২৪ ১৪:২৯ key status

আরামবাগে প্রার্থিবদল

আরামবাগ কেন্দ্রে এ বার প্রার্থী বদল করেছে তৃণমূল। অপরূপা পোদ্দারের পরিবর্তে টিকিট দেওয়া হয়েছে মিতালি বাগকে। তাঁর সমর্থনে প্রচার করছেন মমতা। 

শেষ আপডেট: ০৮ মে ২০২৪ ১৪:২৮ key status

আরামবাগে মমতা

আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালি বাগের সমর্থনে সভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আরামবাগের কালীপুর মাঠে তাঁর সভার আয়োজন করা হয়েছে। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও পড়ুন
Advertisement