Lok Sabha Election 2024

বহরমপুরে জিতব, তৃতীয় হবে তৃণমূল: শুভেন্দু

শুভেন্দু অধিকারী বুধবার বহরমপুরে বললেন, ‘‘মালদহ ও মুর্শিদাবাদে তৃণমূল নিশ্চিহ্ন হবে। উত্তর মালদহ, দক্ষিণ মালদহ, বহরমপুর, মুর্শিদাবাদ— এই চারটে কেন্দ্রে তৃণমূল তৃতীয় হবে। এখানকার মাটি আমি ভাল চিনি।’’

Advertisement

সামসুদ্দিন বিশ্বাস

বহরমপুর শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৪ ০৫:২৯
Share:

মঞ্চে ওঠার আগে বহরমপুরের বিজেপি প্রার্থী নির্মল সাহাকে জড়িয়ে ধরলেন শুভেন্দু অধিকারী। ছবি: গৌতম প্রামাণিক।

বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বুধবার বহরমপুরে বললেন, ‘‘মালদহ ও মুর্শিদাবাদে তৃণমূল নিশ্চিহ্ন হবে। উত্তর মালদহ, দক্ষিণ মালদহ, বহরমপুর, মুর্শিদাবাদ— এই চারটে কেন্দ্রে তৃণমূল তৃতীয় হবে। জঙ্গিপুরে খলিলবাবু (তৃণমূল সাংসদ খলিলুর রহমান) দ্বিতীয় হতে পারেন। এখানকার মাটি আমি ভাল চিনি।’’

Advertisement

বুধবার বহরমপুরে দলীয় প্রার্থীর সমর্থনে সভায় এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিভিন্ন সময়ে কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী বলেন ২০২৯ সালে বহরমপুরে তৃণমূলের সেনাপতি হয়ে এসেছিলেন শুভেন্দু অধিকারী। সেবারও হারিয়েছি। সে বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দু বলেন, ‘‘আমি এসেছিলাম বলে তো তাঁর(অধীরের) ৪ লক্ষ মার্জিন ৭৮ হাজার নেমে গিয়েছিল। ওরকম তৃণমূলের কান্দির একটা পচা মাল মাত্র ৭৮ হাজারে হেরেছে।’’ সেই সঙ্গে কংগ্রেস ও সিপিএমকেও শুভেন্দু আক্রমণ করেছেন। এ রাজ্যে কংগ্রেস খাতা খুলতে পারবে না বলে তিনি মন্তব্য করেন। সারা দেশে ২০টির নীচে কংগ্রেসের আসন থাকবে বলে তিনি মন্তব্য করেছেন। অধীর চৌধুরীকে আক্রমণ করে শুভেন্দু বলেন, ‘‘অধীর চৌধুরীকে গতবারে সনাতনীরা সমর্থন না করলে দিল্লি যাওয়া হতো না। আর এখন জলসাতে গিয়ে কী বক্তৃতা করছে।’’

অধীর চৌধুরী কাল বলেছিলেন, ‘‘২০১৯ সালে উনি ছিলেন তৃণমূলের এখানকার সর্বাধিনায়ক। তখন ভোট লুট হয়েছিল। আর আজ তিনি এসে আবার বিজেপির হয়ে তৃণমূলের বিরুদ্ধে বড় বড় কথা বলছেন।’’

Advertisement

জেলা তৃণমূল সভাপতি অপূর্ব সরকার বলেন, ‘‘আমরা পচা মাল ঠিক আছে। ২০১৯ সালে এই নৈনিতাল আলু (শুভেন্দু অধিকারী) ছিল বলে আমার পরাজয় হয়েছিল। আর ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই নৈনিতাল আলু ছিল না বলে ২২টি আসনের ২০টিতে আমাদের জয়লাভ হয়েছে। দুই জেলার আমরা পাঁচটি আসনে জয়লাভ করব সেটা ফলাফলের দিন দেখতে পাবেন।’’ সেই সঙ্গে অপূর্বর আহ্বান, ‘‘২০২৬ সালে কান্দি আসনে এই পচা আলুর বিরুদ্ধে লড়াই করতে আসুন নৈনিতাল আলু।’’

শুভেন্দু এ দিন সভায় বলেন, ‘‘এই সভা বিজেপির প্রচারে ফাইনাল নয়। বিজেপির প্রচারে আগামী ১ বৈশাখের পর থেকে ১১ মে পর্যন্ত যা যা করব তাতে বিরোধীদের ঘুম ছুটে যাবে। আপনারা নিশ্চিন্তে থাকুন, জাতীয় নেতারা আসবেন বহরমপুর শহরে, আপনারা যার কথা শোনার জন্য অপেক্ষা করে থাকেন তাকেও আমরা বহরমপুর আনব। এই কেন্দ্রের নির্মল সাহা জিতবে। আমার যদি নির্বাচনী অভিজ্ঞতা ভুল না হয়ে থাকে, দায়িত্ব নিয়ে বলছি লড়াইটা হচ্ছে দ্বিতীয় আর তৃতীয়র।’’

ভোটারদের শুভেন্দু বলেন, ‘‘আমি কথা দিয়ে যাচ্ছি পঞ্চায়েত ভোট যে ভাবে করেছে ওরা এই ভোট সেভাবে করতে পারবে না।’’ তিনি বলেন, ‘‘প্রতি বুথে ৪-৬ জন করে কেন্দ্রীয় সামরিক বাহিনীর জওয়ান থাকবেন, ওয়েব ক্যামেরা থাকবে, মাইক্রো অবজার্ভার থাকবে। আপনাদের ভোট চুরি করে নেওয়ার সুযোগ তোলামূল পার্টিকে আমরা দেব না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন