Lok Sabha Election 2024

‘শিশুর হাসিই আমার অনুপ্রেরণা’, প্রচার ফেলে প্রসব করিয়ে বলছেন অন্ধ্রের চিকিৎসক প্রার্থী

অন্ধ্রপ্রদেশের টিডিপি প্রার্থী চিকি‌ৎসক লক্ষ্মী। প্রচারের মাঝে তিনি হাসপাতালে ছুটেছিলেন প্রসব করাতে। প্রসূতি এবং শিশুর প্রাণ বাঁচিয়েছেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৪ ১১:৩৮
Share:

তেলুগু দেশম পার্টির (টিডিপি) প্রার্থী গোট্টিপতী লক্ষ্মী। —ফাইল চিত্র।

তিনি পেশায় চিকিৎসক। তাঁকে লোকসভা নির্বাচনের টিকিট দিয়েছে দল। তাই চিকিৎসার কাজের পাশাপাশি ভোটের আগে ঘুরে ঘুরে প্রচার করতে হচ্ছে। তবে সেই প্রচারের ফাঁকে নিজের কাজ এবং কর্তব্য ভুলে যাননি অন্ধ্রপ্রদেশের তেলুগু দেশম পার্টির (টিডিপি) প্রার্থী গোট্টিপতী লক্ষ্মী। বৃহস্পতিবার তিনি প্রচার কর্মসূচি ফেলে রেখে ছুটে গিয়েছিলেন হাসপাতালে। বাঁচিয়েছেন এক প্রসূতির প্রাণ। সদ্যোজাত শিশুটিকে কোলে নিয়ে লক্ষ্মী বলছেন, ‘‘শিশুর হাসিই আমার কাজে অনুপ্রেরণা জোগায়।’’

Advertisement

লক্ষ্মী স্ত্রীরোগ বিশেষজ্ঞ। তাঁকে এ বারের ভোটে দর্শী লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করেছে টিডিপি। বৃহস্পতিবার তিনি নিজের এলাকাতেই ঘুরে ঘুরে প্রচার করছিলেন। নিকটবর্তী একটি হাসপাতাল থেকে খবর আসে, সেখানে এক প্রসূতি যন্ত্রণায় কাতরাচ্ছেন। ওই প্রসূতির শরীরে কিছু জটিলতা দেখা দিয়েছিল। ফলে প্রাণ সংশয়ও তৈরি হয়েছিল। খবর পেয়েই প্রচার ফেলে হাসপাতালে ছুটে যান লক্ষ্মী। ওই হাসপাতালে সে সময় কোনও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ছিলেন না। ফলে প্রসূতির অস্ত্রোপচার আটকে ছিল। লক্ষ্মীই অস্ত্রোপচার করেন এবং সফল ভাবে ওই প্রসূতি সন্তানের জন্ম দেন। বর্তমানে মা এবং শিশু উভয়েই সুস্থ রয়েছে।

সফল অস্ত্রোপচারের পর টিডিপি প্রার্থী লক্ষ্মী। ছবি: সংগৃহীত।

অস্ত্রোপচারের পর লক্ষ্মী বলেন, ‘‘ওই হাসপাতালের চিকিৎসকেরা রোগীকে গুন্টুরের হাসপাতালে স্থানান্তরিত করার পরামর্শ দিয়েছিলেন। আমি খবর পেয়ে ওখানে গেলাম। মা এবং শিশুর প্রাণ বাঁচালাম। নতুন প্রাণ এই পৃথিবীতে নিয়ে আসার যে আনন্দ, আমার কাছে তার চেয়ে বড় আর কিছু নেই। শিশুর হাসি আমায় অনুপ্রেরণা দেয়। দিনটা ভাল ছিল।’’

Advertisement

টিডিপির তরফে পরে সমাজমাধ্যমে এই ঘটনার কথা প্রকাশ করা হয়। শিশুটিকে কোলে নিয়ে লক্ষ্মীর একটি ছবিও পোস্ট করা হয়। তাঁর এই কর্তব্যবোধকে সাধুবাদ জানিয়েছেন দলীয় কর্মী এবং সমর্থকেরা। দলের তরফেও প্রার্থীর প্রশংসা করা হয়েছে। টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু বলেছেন, ‘‘লক্ষ্মী খুব ভাল কাজ করেছেন।’’

অন্ধ্রপ্রদেশে এক দফাতেই ভোট হবে। আগামী ১৩ মে চতুর্থ দফায় অন্ধ্রের ২৫টি আসনে ভোটগ্রহণ রয়েছে। তার আগে রাজ্য জুড়ে চলছে শেষ মুহূর্তের প্রচার এবং প্রস্তুতি। দেশের অন্যান্য রাজ্যে অবশ্য ভোট শুরু হয়ে গিয়েছে। ১৯ এপ্রিল প্রথম দফার ভোট হয়েছে ২১ রাজ্যের ১০২টি আসনে। দ্বিতীয় দফার ভোট রয়েছে ২৬ এপ্রিল। আগামী ৪ জুন ভোটের ফলাফল প্রকাশিত হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন