Lok Sabha Election 2024

গুনায় কি হাওয়া ঘোরাবেন সিন্ধিয়া

সিন্ধিয়া পরিবারের কেল্লা হিসেবে পরিচিত গুনা লোকসভা কেন্দ্রে বাবা মাধব রাও সিন্ধিয়ার মৃত্যুর পর টানা (২০০২-২০১৯) জিতে এসেছেন জ্যোতিরাদিত্য। কিন্তু গত বার মোদী ঝড়ে গুনা খালি হাতে ফেরায় জ্যোতিরাদিত্যকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৭ মে ২০২৪ ০৭:৪০
Share:

জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। —ফাইল ছবি।

কংগ্রেসের টিকিটে ২০১৯ সালে গুনা থেকে লড়ে নিজের দুর্গ রক্ষা করতে পারেননি জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। পরবর্তী পাঁচ বছরে মধ্যপ্রদেশের চম্বল নদী দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। জ্যোতিরাদিত্য কংগ্রেস ছেড়ে বিজেপিতে গিয়ে মন্ত্রী হয়েছেন। সে রাজ্যে কংগ্রেস সরকার ফেলে বিজেপিকে ক্ষমতায় এনেছেন। সদ্য বিধানসভা নির্বাচনে দলকে জিতিয়েছেন। এ বার লোকসভায় ফের গুনা থেকেই লড়ছেন তিনি। প্রশ্ন হল, বিজেপির টিকিটে কি জিততে পারবেন সিন্ধিয়া পরিবারের সদস্য?

Advertisement

সিন্ধিয়া পরিবারের কেল্লা হিসেবে পরিচিত গুনা লোকসভা কেন্দ্রে বাবা মাধব রাও সিন্ধিয়ার মৃত্যুর পর টানা (২০০২-২০১৯) জিতে এসেছেন জ্যোতিরাদিত্য। কিন্তু গত বার মোদী ঝড়ে গুনা খালি হাতে ফেরায় জ্যোতিরাদিত্যকে। বিজেপিতে কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার পর থেকেই হারা কেন্দ্র পুনরুদ্ধারে একাধিক কেন্দ্রীয় প্রকল্প নিয়ে আসেন গুনায়। প্রচারে নামিয়েছেন স্ত্রী প্রিয়দর্শনী ও ছেলে আর্যমনকেও। মূলত সিন্ধিয়া পরিবার গুনার জন্য কী কাজ করেছে, স্থানীয়দের মন জয়ে সেই ফিরিস্তি তুলে ধরছেন তাঁরা।

সমস্যা হল, মধ্যপ্রদেশের প্রথম দু’টি ভোটের হার বলছে পাঁচ বছরের আগের লোকসভার তুলনায় প্রায় ১২ শতাংশ কম ভোট পড়েছে। বিজেপি নেতৃত্বের বিশ্লেষণ, প্রথমত, বিভিন্ন কারণে দলের প্রতি ক্ষোভ থাকায় মধ্যপ্রদেশের বিজেপি কর্মীদের বড় অংশ প্রথম দু’টি পর্বে ভোট দিতে পথে নামেননি। এ ছাড়া, গত বছরের শেষে মধ্যপ্রদেশে নির্বাচনে মূলত ‘লাডলি বহেনা’ প্রকল্পের কারণে মহিলারা বিজেপিকে ভোট দিয়েছিলেন। কিন্তু বিজেপির জয়ের পরে মহিলাদের হাতে নগদ অর্থের পরিমাণ দ্বিগুণ বৃদ্ধির প্রতিশ্রুতি পালন হয়নি অধিকাংশ জেলাতেই। ফলে মহিলাদের মধ্যে প্রবল ক্ষোভ তৈরি হয়েছে। যে কারণে তাঁরা ভোটের দিন ঘর থেকেই বেরোননি।

Advertisement

কংগ্রেস প্রার্থী যাদবেন্দ্র সিংহ যাদবের জনপ্রিয়তাও চিন্তায় রেখেছে রাজপরিবারের প্রার্থীকে। যাদবেন্দ্র প্রাক্তন বিজেপি নেতা। ২০২৩ সালে তিনি কংগ্রেসে যোগ দিয়েছিলেন। তাঁর পিতা দেশরাজ যাদব ওই এলাকা থেকে বিধায়ক ছিলেন। ফলে বিজেপি সমর্থকদের মধ্যে সমর্থনের প্রশ্নে বিভাজনের আশঙ্কা রয়েছে।

যাদবেন্দ্র নিজে জেলা পঞ্চায়েত সদস্য। তাঁর স্ত্রী, মা ও ভাই প্রত্যেকেই পঞ্চায়েতের বিভিন্ন পদে রয়েছেন। তা ছাড়া, গুনা দীর্ঘ সময় ধরে কংগ্রেসের গড় থাকায় যাদবেন্দ্র স্থানীয় মানুষের বড় অংশের সমর্থন পাবেন বলেই আশা করছে দল। ফলে শেষ পর্যন্ত যাদব কাঁটা উপড়ে নিজের পুরনো কেল্লা দখল করতে পারবেন কি জ্যোতিরাদিত্য।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন