congress candidate

WB election 2021: প্রথম দু’দফার প্রার্থিতালিকা ঘোষণা করল কংগ্রেস

প্রথম ও দ্বিতীয় দফার ৬০ আসনের মধ্যে ১৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে কংগ্রেস।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৬ মার্চ ২০২১ ২৩:২১
Share:

—প্রতীকী চিত্র।

আসন্ন বিধানসভা নির্বাচনে প্রথম দু’দফার প্রার্থী তালিকা ঘোষণা করল কংগ্রেস। ইতিমধ্যে তালিকা ঘোষণা করে দিয়েছে জোটসঙ্গী বামফ্রন্ট। শনিবার বিজেপি দিল্লি থেকে প্রথম দু’দফার প্রার্থী তালিকা ঘোষণা করে। আগেই তৃণমূল একেবারে ২৯৪ আসনের প্রার্থী ঘোষণা করে দিয়েছিল। ফলে শনিবার রাতে, প্রধান তিন দলের পরে প্রার্থিতালিকা ঘোষণা করল হাত শিবির।

Advertisement

প্রথম ও দ্বিতীয় দফার ৬০ আসনের মধ্যে ১৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে কংগ্রেস। প্রাক্তন কংগ্রেস বিধায়ক ও বর্তমানে তৃণমূলের প্রার্থী মানস ভুঁইয়ার কেন্দ্র সবংয়ে কংগ্রেসের প্রার্থী চিরঞ্জীব ভৌমিক। উল্লেখ্য, সেই কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে লড়ছেন মানস। এ ছাড়া, এগরা বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী মানসকুমার করমহাপাত্র। বাঘমুন্ডি কেন্দ্রে লড়ছেন নেপাল মাহাতো।

Advertisement

একনজরে দেখে নিন ১৩টি কেন্দ্রে কংগ্রেসের ঘোষিত প্রার্থিতালিকা

১- পাথরপ্রতিমা (১৩০)- শুখদেব বেরা (দ্বিতীয় দফা)

২- কাকদ্বীপ (১৩১) – ইন্দ্রনীল রাউত (দ্বিতীয় দফা)

৩ – ময়না (২০৬) – মানিক ভৌমিক (দ্বিতীয় দফা)

৪ – ভগবানপুর (২১৪) – শিউ মাইতি (প্রথম দফা)

৫ – এগরা (২১৮) – মানস কুমার করমহাপাত্র (প্রথম দফা)

৬ – খড়্গপুর সদর (২২৪) – সমীর রায় (দ্বিতীয় দফা)

৭ – সবং (২২৬) – চিরঞ্জীব ভৌমিক (দ্বিতীয় দফা)

৮ – বলরামপুর (২৩৯) – উত্তম বন্দ্যোপাধ্যায় (প্রথম দফা)

৯ – বাঘমুণ্ডি (২৪০)- নেপাল মাহাতো – (প্রথম দফা)

১০- পুরুলিয়া (২৪২)- পার্থপ্রতিম বন্দ্যোপাধ্যায় (প্রথম দফা)

১১ – বাঁকুড়া (২৫২) – রাধারানি বন্দ্যোপাধ্যায় (দ্বিতীয় দফা)

১২ – বিষ্ণুপুর (২৫৫) – দেবু চট্টোপাধ্যায় (দ্বিতীয় দফা)

১৩ – কতুলপুর (২৫৬)- অক্ষয় সাঁতরা (দ্বিতীয় দফা)

আরও পড়ুন:
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন