জোট তৃণমূলের গলার ফাঁস হয়ে গিয়েছে: অধীর

‘‘জোটের জন্য বিপদে পড়েছে তৃণমূল। জোট যেন তৃণমূলের গলার ফাঁস হয়ে গিয়েছে। সে জন্যই জোটকে বারবার আক্রমণ করা হচ্ছে।’’ আজ সাংবাদিক সম্মেলনে তৃণমূলকে ফের একবার এ ভাবেই আক্রমণ করলেন অধীর চৌধুরী।

Advertisement
শেষ আপডেট: ২৯ মার্চ ২০১৬ ২১:১১
Share:

‘‘জোটের জন্য বিপদে পড়েছে তৃণমূল। জোট যেন তৃণমূলের গলার ফাঁস হয়ে গিয়েছে। সে জন্যই জোটকে বারবার আক্রমণ করা হচ্ছে।’’ আজ সাংবাদিক সম্মেলনে তৃণমূলকে ফের একবার এ ভাবেই আক্রমণ করলেন অধীর চৌধুরী। রাজ্যের শাসক দলের বিরুদ্ধে তোপ দেগে প্রদেশ কংগ্রেসের সভাপতি বলেন, ‘‘ভয় পেয়ে বাংলার গ্রামে গ্রামে ভীতি প্রদর্শন করতে শুরু করেছেন বাংলার মুখ্যমন্ত্রী।’’ মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে সরাসরি অভিযোগের আঙ্গুল তুলে বলেন, ‘‘রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে বলেছেন, ভোট চলে যাবে, নির্বাচন কমিশনও চলে যাবে। তারপর কী হবে?’’ তিনি বলেন, ‘‘কিন্তু বাংলার মানুষ আর ভয় পায় না। মানুষের অনেক দিনের একটা প্রশ্ন ছিল বাংলায় তৃণমূলের বিকল্প কি? আমরা এখন সেই উত্তরটা দিতে পেরেছি। এই জোটই এখন সেই বিকল্প। নৈরাজ্যের এই সরকার বদলানো দরকার।’’

Advertisement

রাজ্যে বিধানসভা নির্বাচনে ৯৮ টি আসনে প্রার্থী দিয়েছে কংগ্রেস। এর মধ্যে ৬টি আসনে বামেদের সঙ্গে ‘বন্ধুত্বপূর্ণ’ প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। তবে এখনও এই সব আসন নিয়ে আলোচনা চলছে। এই প্রসঙ্গে অধীরবাবুকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘জোট নিয়ে যা বার্তা দেওয়ার তা মানুষের কাছে পৌঁছে গিয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন