রাহুলের সভায় বাম শীর্ষ নেতৃত্বকে আমন্ত্রণ জানাবে কংগ্রেস? টানাপড়েনে বাম

এ বার কি এক মঞ্চে দেখা যাবে বাম-কংগ্রেসকে? বরাবরের প্রতিপক্ষ দুই দলের শীর্ষ নেতৃত্বকে কি পাশাপাশি দাঁড়াতে দেখবে এ রাজ্যের মানুষ? আগামী ২রা এপ্রিল রাজ্যে বিধানসভা ভোটের প্রচারে আসছেন কংগ্রেসের সহ সভাপতি রাহুল গাঁধী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ মার্চ ২০১৬ ১২:১৮
Share:

এ বার কি এক মঞ্চে দেখা যাবে বাম-কংগ্রেসকে? বরাবরের প্রতিপক্ষ দুই দলের শীর্ষ নেতৃত্বকে কি পাশাপাশি দাঁড়াতে দেখবে এ রাজ্যের মানুষ? আগামী ২রা এপ্রিল রাজ্যে বিধানসভা ভোটের প্রচারে আসছেন কংগ্রেসের সহ সভাপতি রাহুল গাঁধী। ওই দিন পুরুলিয়ায় জনসভা করার কথা তাঁর। আর সে দিনই কংগ্রেসের জনসভায় সিপিএমের শীর্ষ নেতৃত্বকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছে প্রদেশ কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী জানিয়েছেন, হাইকম্যান্ডের কাছে অনুমোদন চেয়ে পাঠানো হয়েছে। যদিও এক ধাপ এগিয়ে বুধবার প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী বলেন, ‘‘সিপিএমের শীর্ষ নেতৃত্বকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের জোটকে শক্তিশালী করার জন্যই এই পদক্ষেপ। আশা করছি, একই মঞ্চে দুই দলের নেতাদের দেখতে পাবেন বাংলার মানুষ।’’

Advertisement

বেশ কয়েক দিন ধরেই একটা প্রশ্ন রাজনৈতিক মহলে ঘোরাফেরা করছিল, তা হলে কি এ বার দু’দলের নেতারা একই মঞ্চে উঠবেন? কলকাতা প্রেস ক্লাবে সেই সম্ভাবনার কথা জানিয়েছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রও। যদিও আমন্ত্রণ পেলে সিপিএম কী করবে, সে ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি তারা। কারণ, দলের অন্দরে বিষয়টি নিয়ে এখনও দ্বিমত আছে। দলের একাংশ মনে করে, কংগ্রেস তাদের মঞ্চ থেকে বাম প্রার্থীদের জেতানোর ডাক দিক। আবার বাম নেতারা নিজেদের মঞ্চ থেকে কংগ্রেস প্রার্থীদের জেতানোর আহ্বান জানান। তাতেই জোটের বার্তা দেওয়া যাবে। দু’দলের শীর্ষ নেতৃত্বের এক মঞ্চে গিয়ে না দাঁড়ালেও চলবে। কিন্তু, দলেরই অন্য একাংশ যুক্তি দিচ্ছে জোট নিয়ে উন্মাদনাকে আরও তুঙ্গে নিয়ে যেতে হলে রাহুল গাঁধীর মতো কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সভায় সিপিএমের প্রথম সারির নেতাদেরও থাকা উচিত।

এই বিতর্ক মীমাংসা করতে পারলেই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আলিমুদ্দিন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন