জোর ধাক্কা, এ বার মমতাকেই শোকজ করল কমিশন

বাংলা নববর্ষের প্রথম দিনেই নির্বাচন কিশনের কাছ থেকে জোরালো ধাক্কা খেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে মুখ্যমন্ত্রীকে শোকজ করলেন মুখ্য নির্বাচন কমিশনার নসীম জৈদী। বিরোধী দলগুলির সব অভিযোগ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হবে বলে সাংবাদিক বৈঠকে ঘোষণা করেছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০১৬ ১৭:০৪
Share:

বাংলা নববর্ষের প্রথম দিনেই নির্বাচন কিশনের কাছ থেকে জোরালো ধাক্কা খেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে মুখ্যমন্ত্রীকে শোকজ করলেন মুখ্য নির্বাচন কমিশনার নসীম জৈদী। বিরোধী দলগুলির সব অভিযোগ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হবে বলে সাংবাদিক বৈঠকে ঘোষণা করেছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার।

Advertisement

প্রথম দফায় যে দু’দিন ভোট গ্রহণ হয়েছে, তাতে প্রবল হিংসাত্মক ঘটনা নিয়ে অজস্র অভিযোগ জমা পড়েছে কমিশনে। পরিস্থিতি খতিয়ে দেখতে নসীম জৈদীর নেতৃত্বে কমিশনের ফুল বেঞ্চ বৃহস্পতিবার কলকাতায় এসেছে। সকাল থেকে দফায় দফায় বৈঠক করেন জৈদীরা। বিদ্দ্বজ্জনদের সঙ্গেও দেখা করেন জৈদী। তার পর সাংবাদিক বৈঠক করে শাসক দল এবং দলনেত্রীর বিরুদ্ধে কড়া পদক্ষেপের কথা ঘোষণা করে কমিশন। জৈদী বলেন, ‘‘আসানসোলে নির্বাচনী জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছেন, পৃথক আসানসোল জেলা তৈরি করা হবে। নির্বাচন চলাকালীন এমন প্রতিশ্রুতি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আচরণ বিধি ভেঙেছেন। তাই তাঁকে শোকজ করা হচ্ছে।’’ অনুব্রত মণ্ডলের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জৈদী জানিয়েছেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি কঠোর বাবে নিয়ন্ত্রণের জন্য রাজ্যের প্রশাসনকে সতর্ক করেছে কমিশন।

আরও পড়ুন:

Advertisement

মা-মাটি-মানুষকে বিঁধে আক্রমণে সনিয়া

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন