‘হৃদয় দিয়ে ক্রিকেট খেলেছি, এখন রাজনীতিও করছি’

ভোটের বাদ্যি এর মধ্যেই বেজে গিয়েছে রাজ্যে। শাসক দল তৃণমূল তো রয়েইছে, টক্কর দিচ্ছে বিরোধীরাও। পাশাপাশি, মিলিত প্রচার চালাচ্ছে বাম-কংগ্রেস জোট।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ মার্চ ২০১৬ ১২:৩৯
Share:

ভোটের বাদ্যি এর মধ্যেই বেজে গিয়েছে রাজ্যে। শাসক দল তৃণমূল তো রয়েইছে, টক্কর দিচ্ছে বিরোধীরাও। পাশাপাশি, মিলিত প্রচার চালাচ্ছে বাম-কংগ্রেস জোট।

Advertisement

বুধবার সকাল সকাল হাওড়া উত্তরের তৃণমূল প্রার্থী লক্ষ্মীরতন শুক্ল এলাকায় প্রচারে বেরিয়েছিলেন। প্রচারে গিয়ে এ দিন তিনি বলেন, ‘‘হৃদয় দিয়ে ক্রিকেট খেলেছি, এখন রাজনীতিও হৃদয় দিয়ে করব।’’ এর সঙ্গে তিনি সংযোজন করেন, ‘‘খেলায় যেমন আমাদের টিম রোজ সকালে উঠে ভাবত আমরা কী কী করব, এখানেও আমাদের টিম রয়েছে। সেই টিম মানুষের কাজ করতে চায়, মানুষের পাশে দাঁড়াতে চাই।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement