নারদ কাণ্ড আর জাল ছবি নিয়ে আসর যখন জমজমাট, তখনই মমতা-মোদি আঁতাতের অভিযোগে সরব হল কংগ্রেস।
আজ দিল্লিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি সাক্ষাৎকারের অংশ দেখিয়ে কংগ্রেস নেতা আরপিএন সিংহের দাবি, বিজেপিকেই তাঁর সহযোগী বলে মনে করেন মমতা।
সিংহ আরও বলেছেন, ‘‘পশ্চিমবঙ্গে ভোট প্রচারে মমতা ও মোদি একে অপরকে যে আক্রমণ করছেন, সেটা ম্যাচ ফিক্সিং ছাড়া কিছু নয়।’’
এ ব্যাপারে এখনও তৃণমূল কংগ্রেসের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
দেখুন ভিডিও।
আরও পড়ুন:
ঘুষের ছবির অস্বস্তির মধ্যেই জাল ছবির হুলে বিদ্ধ তৃণমূল