নজরদারি কড়া, ভোট নির্বিঘ্নেই

ব্যারাকপুর শিল্পাঞ্চলেও ছোটখাটো কিছু ঘটনা ছাড়া বাকি ভোটপর্ব সোমবার শেষ হয় শান্তিপূর্ণ ভাবেই। টিটাগড়েও ভোট হয়েছে নির্বিঘ্নেই। এ বার শিল্পাঞ্চলে নতুন নজরদারির ব্যবস্থা করে প্রশাসন।

Advertisement

অমিতাভ বন্দ্যোপাধ্যায় ও বিতান ভট্টাচার্য

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০১৬ ০০:২৯
Share:

ব্যারাকপুর শিল্পাঞ্চলেও ছোটখাটো কিছু ঘটনা ছাড়া বাকি ভোটপর্ব সোমবার শেষ হয় শান্তিপূর্ণ ভাবেই। টিটাগড়েও ভোট হয়েছে নির্বিঘ্নেই।

Advertisement

এ বার শিল্পাঞ্চলে নতুন নজরদারির ব্যবস্থা করে প্রশাসন। বরাহনগর থেকে হালিশহর পর্যন্ত গঙ্গার ঘাটে বিশেষ নজরদারি ছিল। ২৭টি বোটে কেন্দ্রীয় বাহিনী, পুলিশকর্তারা ছিলেন। বহিরাগত আটকাতে কিছু ঘাটে ছিল সিসিটিভি।

মহকুমাশাসক বলেন, ‘‘১২টা পর্যন্ত বিরোধীদের অভিযোগ বেশি এলেও বেলা গড়াতে তৃণমূল প্রার্থীরা অভিযোগ শুরু করেন। তাঁরা কেন্দ্রীয় বাহিনীর ‘অতি তৎপরতা’ ঠিক পছন্দ করেননি।’’ মহকুমাশাসক জানান, ভোটে বেআইনি কাজের জন্য আটক করা হয় অনেককে। প্রতি অভিযোগে এফআইআর হয়েছে।

Advertisement

সূত্রের খবর, সকালে বাচস্পতি পাড়ার বুথে সিপিএম প্রার্থী দেবাশিস ভৌমিকের সঙ্গে বচসা হয় তৃণমূলের সমর্থকদের। মহকুমাশাসক সঙ্গে সঙ্গেই পর্যবেক্ষক ও কেন্দ্রীয় বাহিনীর ফ্লাইং স্কোয়াড পাঠান। পুলিশ লাঠিচার্জও করে। অভিযোগ, গোলমালে দেবাশিসবাবুর নিবার্চনের পরিচয় পত্রটি হারিয়ে যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement