পুলিশ কী করছে বুথের মধ্যে? ভোটের নামে ঠাট্টা! দেখুন ভিডিও

বুথের মধ্যে রাজ্য পুলিশের কোনও কর্মীর থাকার কথা নয়। অথচ, রাজ্য পুলিশের দুই কর্মীকে দেখা গেল বুথের ভেতরে। শুধু তাই নয়, ভোটারকে সঙ্গে নিয়ে তাঁদের এক জনকে দেখা গেল ইভিএম যন্ত্রের কাছেই।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০১৬ ১২:৩৪
Share:

শালবনিতে বুথের ভিতরে ভাটরদের প্রভাবিত করার চেষ্টা পুলিশের।

বুথের মধ্যে রাজ্য পুলিশের কোনও কর্মীর থাকার কথা নয়। অথচ, রাজ্য পুলিশের দুই কর্মীকে দেখা গেল বুথের ভেতরে। শুধু তাই নয়, ভোটারকে সঙ্গে নিয়ে তাঁদের এক জনকে দেখা গেল ইভিএম যন্ত্রের কাছেই। মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের ৯২ নম্বর বুথে কোতোয়ালি থানার দুই পুলিশ কর্মীর বিরুদ্ধে ভোট তদারকির এই অভিযোগ উঠেছে। অথচ নির্বাচন কমিশনের নির্দেশ, যে এলাকায় ভোট হচ্ছে স্থানীয় থানার কোনও পুলিশ কর্মীকে সেখানকার দায়িত্বে রাখা যাবে না। ওই নির্দেশ মতে, রাজ্য পুলিশের এক জন কর্মী বুথে থাকবেন, যাঁর দায়িত্ব শুধুমাত্র ভোটারদের লাইন নিয়ন্ত্রণ করা। তা সত্ত্বেও কী ভাবে রাজ্য পুলিশের ওই দুই কর্মী বুথের ভেতরে ঢুকে ভোটারদের প্রভাবিত করছিলেন, উঠেছে সেই প্রশ্ন।

Advertisement

দেখুন সেই ভিডিও...

Advertisement

আরও পড়ুন...

ভোটারদের জন্য তৃণমূলের মুড়ি-চানাচুর, গাড়ি, কেন্দ্রীয় বাহিনী দর্শক

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement