মমতাকেই বিঁধলেন প্রণব-কন্যা

বাংলায় ‘মগের মুলুক’ চলছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি-তনয়া তথা কংগ্রেস নেত্রী শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারে শর্মিষ্ঠা রাজ্যে এসেছেন।

Advertisement
শেষ আপডেট: ২১ এপ্রিল ২০১৬ ০৩:৪৯
Share:

বাংলায় ‘মগের মুলুক’ চলছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি-তনয়া তথা কংগ্রেস নেত্রী শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারে শর্মিষ্ঠা রাজ্যে এসেছেন। ভবানীপুর, বালিগঞ্জ, রাসবিহারী ও হাওড়ায় তিনি প্রচার করছেন। প্রচারের ফাঁকে বুধবার তাঁর আক্ষেপ, ‘‘বাংলায় এক জন মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও এখানে পার্ক স্ট্রিট, কামদুনি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় গত পাঁচ বছরে মহিলাদের উপর অত্যাচারের ঘটনা ঘটেছে। তাতে একজন মহিলা হিসেবে আমার লজ্জা করে।’’ তাঁর অভিযোগ, ‘‘পার্ক স্ট্রিটের মতো ঘটনার পরে মুখ্যমন্ত্রী তো বটেই, তাঁর দলের সাংসদ বা নেতাদের মন্তব্যও আমাদের মাথা হেঁট করে দিয়েছে।’’ বিধান ভবনে প্রদেশ কংগ্রেস দফতরে এআইসিসি-র অন্যতম মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালার উপস্থিতিতে এখানকার ‘অরাজক’ অবস্থা বোঝাতে গিয়ে মঙ্গলবারও শর্মিষ্ঠা বলেছিলেন, ‘‘কলকাতায় এলে এখনকার মতো কোনও দিন এত অসুরক্ষিত বলে মনে হয়নি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement