দিল্লি গেল সব বুথের রিপোর্ট ও ফুটেজ

77 of the 247 Assembly seats in the state election booths, video, webcam and digital camera photo of the CD to the Election Commission in Delhi. রাজ্যের বিধানসভা নির্বাচনের ৭৭ হাজার ২৪৭টি বুথের ভিডিও, ওয়েবক্যাম ও ডিজিটাল ক্যামেরার ছবির সিডি গেল দিল্লির নির্বাচন কমিশনে। রাজ্যের এত দিনের ভোটের ইতিহাসে এই প্রথম। প্রত্যেক জেলা থেকেই বিশেষ অফিসার গিয়ে ওই সব সিডি দিল্লিতে পৌঁছে দিয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১২ মে ২০১৬ ০৩:৩৬
Share:

রাজ্যের বিধানসভা নির্বাচনের ৭৭ হাজার ২৪৭টি বুথের ভিডিও, ওয়েবক্যাম ও ডিজিটাল ক্যামেরার ছবির সিডি গেল দিল্লির নির্বাচন কমিশনে। রাজ্যের এত দিনের ভোটের ইতিহাসে এই প্রথম। প্রত্যেক জেলা থেকেই বিশেষ অফিসার গিয়ে ওই সব সিডি দিল্লিতে পৌঁছে দিয়েছেন। এর আগে অবশ্য বিশেষ পরিস্থিতি ছাড়া ওই সব ভিডিও ফুটেজ এবং ছবি বাক্স-বন্দি হয়ে জেলা নির্বাচনী আধিকারিকের কাছেই পড়ে থাকত।

Advertisement

এর পাশাপাশি, বুথ-পিছু কোথায় কত অভিযোগ এসেছে এবং তা কী ধরনের— তার তালিকাও গিয়েছে দিল্লিতে। ভোটের পর রিটার্নিং অফিসার, পর্যবেক্ষক ও প্রার্থীদের উপস্থিতিতে প্রতিটি বুথের যে স্ক্রুটিনি হয়েছে, তারও ভিডিও ফুটেজ পাঠাতে হয়েছে কমিশনে। বুধবার কমিশন সূত্রেই এ খবর জানা গিয়েছে।

কমিশন সূত্রের খবর, এ বারের বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদের ডোমকল কেন্দ্রের কিছু বুথে কংগ্রেস ও সিপিএম পুনরায় নির্বাচন চেয়েছে। বিজেপি-ও কয়েকটি ক্ষেত্রে পুনর্নির্বাচনের দাবি করেছে।

Advertisement

কমিশন আরও জানিয়েছে, ওই সব সিডি এবং বুথ রিপোর্ট-সহ যাবতীয় অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে কমিশন কোনও বুথে পুনর্নির্বাচনের নির্দেশও দিতে পারে। সে ক্ষেত্রে সেখানে ভোট হবে ১৬ মে-র মধ্যে কোনও এক দিন। ২০১১ সালে বিধানসভা ভোটের
সময় কমিশন ভোট শেষ হওয়ার ১০ দিন পরে ন’টি বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন