Md Selim

Bengal Polls 2021- চণ্ডীতলা বিধানসভা এলাকায় প্রচারে বেরিয়ে তৃণমূল, বিজেপি-কে সমালোচনা সেলিমের

প্রচারে বেরিয়ে রাজ্যের শাসকদল তৃণমূল এবং বিজেপি-কে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন সেলিম।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

চণ্ডীতলা শেষ আপডেট: ১৩ মার্চ ২০২১ ১৬:০৮
Share:

ভোটের প্রচারে সেলিম। নিজস্ব চিত্র।

আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য প্রচার শুরু করলেন সিপিএম নেতা মহম্মদ সেলিম। হুগলি জেলার চণ্ডীতলা থেকে সংযুক্ত মোর্চার প্রার্থী তিনি। শনিবার সকালে জনাইয়ের পঞ্চবটি এলাকা থেকে প্রচার শুরু করেন তিনি। সেখান থেকে হাটপুকুর, কুমিরমোড়া জগন্নাথবাটি এলাকা ঘোরেন, সেখানকার সাধারণ মানুষের সঙ্গেও কথা বলেন।

Advertisement

প্রচারে বেরিয়ে রাজ্যের শাসকদল তৃণমূল এবং বিজেপি-কে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন সেলিম। তৃণমূল এবং বিজেপি কী ভাবে মানুষের সঙ্গে প্রতারণা করেছে বিগত দিনগুলিতে তাও সাধারণ মানুষের সামনে তুলে ধরেছেন তিনি। বহুল চর্চিত ‘বহিরাগত’ শব্দবন্ধ নিয়েও এ দিন নিজের মত জানিয়েছেন সেলিম। তিনি বলেছেন, ‘‘সলিল চোধুরীর কথায় বললে, সারাটা দেশ জুড়ে আমার ঘরবাড়ি। যখন অসম গিয়েছিলাম, তখন বিজেপি আমাকে 'বহিরাগত' বলেছিল।’’

বিভিন্ন সময়ে বাংলা থেকে ‘বহিরাগত বিতারণ’ নিয়ে বিজেপি এবং তৃণমূলের অতীতের বক্তব্যও তুলে ধরেছিলেন তিনি। বলেছেন, ‘‘মমতা যখন আডবাণীর সঙ্গে ছিলেন তখন বলেছিলেন, ভোটার তালিকায় ২ কোটি বহিরাগত আছেন। দিলীপ ঘোষ বলেছিলেন, ২ কোটি বহিরাগতকে তাঁরা বাংলাছাড়া করবেন। এনআরসি নিয়ে পার্ক সার্কাসে আন্দোলনকারীদেরও 'বহিরাগত' বলা হয়েছিল।’’ এর পরই তাঁর আক্রমণ, ‘‘বহিরাগত শব্দটি আরএসএস মাথার মধ্যে ঢুকিয়েছে। এক সময় সনিয়া গাঁধীকেও 'বহিরাগত' বলেছিল তারা।’’

Advertisement

কলকাতা হোক বা দিল্লি, পুলিশের পক্ষপাতদুষ্ট আচরণ নিয়েও সরব সেলিম। তিনি বলেছেন, ‘‘কলকাতার পুলিশ হোক বা দিল্লি, দাঙ্গাবাজদের না ধরে সাধারণ মানুষকে মিথ্যা মামলায় ফাসানো হচ্ছে।’’ তৃণমূলের নেতা-নেত্রীদের নিয়ে কেন্দ্রীয় বিভিন্ন সংস্থার তদন্তকেও শনিবার ব্যঙ্গ করেছেন এই বাম নেতা। তিনি বলেছেন, ‘‘ভোট এলেই সিবিআই-ইডি পিসি-ভাইপোকে ধরবে বলে। কিন্তু কাউকে ধরে না। সবই দিদি-মোদীর খেলা।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন