TMC

TMC Candidates List 2021: নন্দীগ্রামে মমতাই, ‘খেলেঙ্গে, লড়েঙ্গে, জিতেঙ্গে’, প্রার্থিতালিকা প্রকাশ করে স্লোগান তৃণমূল নেত্রীর

কথা দিলে কথা রাখেন তিনি। তাই ঘোষণা মতো নন্দীগ্রাম থেকেই প্রার্থী হচ্ছেন তিনি। জানিয়ে দিলেন তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১০ মার্চ বিকেলে মনোনয়ন জমা দেবেন তিনি। এত দিন যে ভবানীপুরে দাঁড়াতেন মমতা, ’২১-এর ভোটে সেখানে প্রার্থী হচ্ছেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। প্রত্যাশা মতো এ বারের নির্বাচনে টলিপাড়ার একাধিক পরিচিত মুখকে প্রার্থী করছে তৃণমূল। অভিনেত্রী সায়নী ঘোষ প্রার্থী হচ্ছেন আসানসোল দক্ষিণে। পরিচালক রাজ চক্রবর্তী প্রতিদ্বন্দ্বিতা করবেন ব্যারাকপুর থেকে। কীর্তন শিল্পী অদিতি মুন্সি দাঁড়াবেন রাজারহাট-গোপালপুর আসনে। আলিপুরদুয়ারে দাঁড়াবেন সৌরভ চক্রবর্তী। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করা হচ্ছে বাঁকুড়া থেকে। মেদিনীপুর থেকে প্রার্থী হচ্ছেন জুন মাল্য। ৮০-র ঊর্ধ্বে যাঁদের বয়স, তাঁদের এ বার টিকিট দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন মমতা। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৫ মার্চ ২০২১ ১৪:০১
Share:

শুক্রবার কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়।

কথা দিলে কথা রাখেন তিনি। তাই ঘোষণা মতো নন্দীগ্রাম থেকেই প্রার্থী হচ্ছেন তিনি। জানিয়ে দিলেন তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১০ মার্চ বিকেলে মনোনয়ন জমা দেবেন তিনি। এত দিন .যে ভবানীপুরে দাঁড়াতেন মমতা, ’২১-এর ভোটে সেখানে প্রার্থী হচ্ছেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।

Advertisement

প্রত্যাশা মতো এ বারের নির্বাচনে টলিপাড়ার একাধিক পরিচিত মুখকে প্রার্থী করছে তৃণমূল। অভিনেত্রী সায়নী ঘোষ প্রার্থী হচ্ছেন আসানসোল দক্ষিণে। পরিচালক রাজ চক্রবর্তী প্রতিদ্বন্দ্বিতা করবেন ব্যারাকপুর থেকে। কীর্তন শিল্পী অদিতি মুন্সি দাঁড়াবেন রাজারহাট-গোপালপুর আসনে। আলিপুরদুয়ারে দাঁড়াবেন সৌরভ চক্রবর্তী। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করা হচ্ছে বাঁকুড়া থেকে। মেদিনীপুর থেকে প্রার্থী হচ্ছেন জুন মাল্য।

সিঙ্গুরে ‘মাস্টারমশাই’ রবীন্দ্রনাথ ভট্টাচার্যের পরিবর্তে প্রার্থী হচ্ছেন বেচারাম মান্না। চন্দ্রিমা ভট্টাচার্য দাঁড়াবেন দমদম উত্তরে। শারীরিক অসুস্থতার জন্য এ বারের নির্বাচনে প্রার্থী হচ্ছেন না অমিত মিত্র। এবং পূর্ণেন্দু বসু। ৮০-র ঊর্ধ্বে যাঁদের বয়স, তাঁদের এ বার টিকিট দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন মমতা।

Advertisement

সরাসরি আপডেট—

• ০৩.০৩: নির্বাচনী ইস্তাহার প্রকাশ হবে ৯ মার্চ দুপুর ২টোয়: মমতা।
• ০৩.০২: নির্বাচন কমিশনকে শ্রদ্ধা করি। কিন্তু তাদের কাছে আবেদন, বিজেপি-র হাতের পুতুল হয়ে যাবেন না: মমতা।
• ০৩.০০: ২৯৪ আসনে ২৯৪ দফায় ভোট করতে বলুন। তার পরেও অমিত শাহ নরেন্দ্র মোদী জিততে পারবেন না: মমতা।
• ০৩.০০: শরদ পওয়ার, উদ্ধব ঠাকরে, তেজস্বী যাদব, অখিলেশ যাদব, হেমন্ত সোরেনের মতো নেতাদের সমর্থন পেয়ে অভিভূত। বিজেপি সমস্ত প্রতিষ্ঠানের অপব্যবহার করছে। শুধু রাজনৈতিক কারণে নয় গণতন্ত্রের স্বার্থে সকলের সমর্থন পাওয়া প্রয়োজন। ২১ আমার লাকি সংখ্যা: মমতা।
• ২.৫৫: ২ তারিখে ফল বেরনোর পর আমরাই হাসব: মমতা।
• ০২.৫৪: বিজেপি এসে বিভাজনের রাজনীতি শুরু হয়েছে। তাই প্রার্থিতালিকা করার সময় সবদিকে নদর রাখতে হয়েছে: মমতা।
• ০২.৫৩: জনগণের উপর ১০০ শতাংশ ভরসা রয়েছে। মানুষ জানেন বিজেপি আসা মানে বাংলায় সর্বনাশ ডেকে আনা: মমতা।
• ০২.৫২: পাণ্ডুয়ায় রত্ন দে নাগ, চুঁচুড়ায় অসিত মজুমদার, সপ্তগ্রামে তপন দাশগুপ্ত, শালবনিতে শ্রীকান্ত মাহাত, পাশঁকুড়া পশ্চিমে ফিরোজা বিবি, রামনগরে অখিল গিরি, বড়জোড়ায় অলোক মুখোপাধ্যায়, কালনা দেবপ্রসাদ বাগ: মমতা।
• ০২.৫০: বোলপুরে চন্দ্রনাথ সিনহা, ইংরেজবাজারে কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী, পটাশপুরে উত্তমকুমার রায়, খড়দহে কাজল সিনহা, হিঙ্গলগঞ্জে দেবেশ মণ্ডল, মগরাহাট পশ্চিমে গিয়াসউদ্দিন মোল্লা: মমতা।
• ০২.৪৯: সবংয়ে মানস ভুঁইয়া, কেশপুরে শিউলা সাহা, পারায় উমাপদ বাউড়ি, ঝাড়গ্রামে বীরবাহা হাঁসদা, রানিবাঁধে জোৎস্না মাণ্ডি, মন্তেশ্বরে সিদিকউল্লা, মেমারিতে মধুসূদন ভট্টাচার্য, ভাতার মনগোবিন্দ অধিকারী, পাণ্ডবেশ্বর নরেন্দ্রনাথ চক্রবর্তী: মমতা।
• ০২.৪৫: রাসবিহারিতে দেবাশিস কুমার, হরিপালে করবী মান্না, তারকেশ্বরে রমেন্দু সিংহ রায়, আরামবাগে সুজাতা মণ্ডল খাঁ, গাইঘাটায় নরোত্তম বিশ্বাস, হাবড়ায় জ্যোতিপ্রিয় মল্লিক, ভাটপাড়ায় জিতন্দ্র সাউ, বারসতে চিরঞ্জিত চক্রবর্তী, পাথরপ্রতিমায় সনৎ জানা, কাকদ্বীপে মন্টুরাম পাখিরা: মমতা।
• ০২.৪৩: রেজিনগরে রবিউল আলম চৌধুরী, জলঙ্গিতে আবদুল রেজ্জাক, নবদ্বীপে পুণ্ডরীকাক্ষ সাহা, হরিণঘাটায় নীলিমা নাগ, স্বরূপনগরে হিনা মণ্ডল, নৈহাটি পার্থ ভৌমিক, চৌরঙ্গী নয়না বন্দ্যোপাধ্যায়, শ্যামপুকুর শশী পাঁজা, হাওড়া মধ্য অরূপ রায়। ভাঙড় মহম্মদ রেজাউল করিম, চন্দননগর ইন্দ্রনীল সেন : মমতা।
• ০২.৩৯: ডোমজুড়ে কল্যাণ ঘোষ, শ্রীরামপুরে সুদীপ্ত রায়, হুময়ুন কবীর ডেবরায়, ঝাড়গ্রামে বীরবাহা, শিলিগুড়িতে ওমপ্রকাশ মিশ্র, চাকুলিয়ায় আরবিন আজাদ, রায়গঞ্জে কানইয়ালাল আগরওয়াল, দমদমে ব্রাত্য বসু, বালুরঘাটে শেখর দাসগুপ্ত, রতুয়ায় সমর মুখোপাধ্যায়, মোতাবড়িতে সাবিনা ইয়াসমিন, সাগরগিঘিতে সুব্রত সাহা, ভগবানগোলায় ইদ্রিশ আলি, কান্দিতে অপূর্ব সরকার: মমতা।
• ০২.৩৫: ইসলামপুরে করিম চৌধুরী, হেমতাবাদে সত্যজিৎ বর্মণ, কালিয়াগঞ্জ তপনদেব সিনহা, ইটাহারে মোশারফ হোসেন, গাজলে বাসন্তী বর্মণ, চাঁচলে নীহাররঞ্জন ঘোষ, ধূপগুড়িতে মিতালি রায়, ফরাক্কা মনিরুল ইসলাম, জঙ্গিপুর জাকির হুসেন, কামারহাটিতে মদন মিত্র: মমতা
• ০২.২৭: সোহম চক্রবর্তী দাঁড়াচ্ছেন চণ্ডীপুর থেকে। আসানসোল দক্ষিণ থেকে দাঁড়াচ্ছেন সায়নী ঘোষ।: মমতা।
• ০২.২৩: রত্না চট্টোপাধ্যায় প্রার্থী হচ্ছেন বেহালা পূর্বে। পার্থ চট্টোপাধ্যায় দাঁড়াবেন বেহালা পশ্চিমে। কৌশানী মুখোপাধ্যায় দাঁড়াচ্ছেন কৃষ্ণনগর উত্তর থেকে: মমতা।
• ০২.২২: সিঙ্গুরে রবীন্দ্রনাথের পরিবর্তে প্রার্থী হচ্ছেন বেচারাম মান্না: মমতা।
• ০২.২০: যাঁদের আসন দেওয়া যাচ্ছে না, বিধান পরিষদে স্থান দেওয়া হবে। বিধান পরিষদে অমিত মিত্র, পূর্ণেন্দু বসু। অদিতি মুন্সি রাজারহাটে। বিবেক গুপ্ত প্রার্থী হচ্ছেন জোড়াসাঁকোয়: মমতা।
• ০২.২০: যাঁদের আসন দেওয়া যাচ্ছে না, বিধান পরিষদে স্থান দেওয়া হবে। বিধান পরিষদে অমিত মিত্র, পূর্ণেন্দু বসু: মমতা।
• ০২.১৬: সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় দাঁড়াবেন বাঁকুড়া থেকে, কাঞ্চন মল্লিক উত্তরপাড়া থেকে, মনোজ তিওয়ারি শিবপুরে, রাজ চক্রবর্তী ব্যারাকপুরে: মমতা।
• কথা দিলে কথা রাখি আমি। আমি নন্দীগ্রাম থেকেই লড়ছি। শোভনদেব চট্টোপাধ্যায় দাঁড়াবেন ভবানীপুরে: মমতা।
• শারীরিক অসুস্থতার জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন না অমিত মিত্র এবং সিঙ্গুরের মাস্টারমশাই: মমতা।
• ০২.১০: আজকের এই গুরুত্বপূর্ণ সময়ে নির্বাচন কমিটিকে নিয়ে ২৯৪ আসনে তৃণমূলের প্রার্থিতালিকা ঘোষণা করছি। আজ ২৯১ আসনের প্রার্থিতালিকা ঘোষণা করছি। বাকি ৩টি আসন পাহাড়ের। বন্ধুদের ছাড়া হচ্ছে। তাঁরা আমাদের সঙ্গেই: মমতা।
• ০২.০৮: আজকের এই সময়টা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরাই প্রথম রাজনৈতিক দল, যারা আজ সম্পূর্ণ প্রার্থিতালিকা ঘোষণা করব। ৮০-র ঊর্ধ্বে কেউ প্রার্থী হচ্ছেন না এ বার: মমতা।
• ০২.০২: সূত্রের খবর, তৃণমূল ২৯১ আসনে প্রার্থী দিতে পারে। বাকি ৩টি আসন ছাড়া হতে পারে গোর্খা জনমুক্তি মোর্চাকে। সমাজের সব স্তরের মানুষকে প্রার্থী করা হবে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। থাকছে বেশ কিছু চমকও। থাকতে পারে টলিউডের বেশ কিছু পরিচিত নাম।
• ০২.০০: সংবাদমাধ্যমের সামনে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে রয়েছেন সুব্রত বক্সী, সুব্রত মুখোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, সৌগত রায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন