এমস কল্যাণী। ছবি: সংগৃহীত।
বিজ্ঞান নিয়ে উত্তীর্ণদের জন্য চাকরির সুযোগ দিচ্ছে কল্যাণীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এমস)। শনিবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে কেন্দ্রীয় এই প্রতিষ্ঠানের তরফে। জানানো হয়েছে, দু’টি পদমর্যাদায় কাজের সুযোগ রয়েছে। এ জন্য প্রার্থীদের অনলাইন ও অফলাইনে আবেদন জানাতে হবে।
প্রতিষ্ঠানে মেডিক্যাল অফিসার এবং মেডিক্যাল ফিজ়িসিস্ট নিয়োগ করা হবে। শূন্যপদ রয়েছে পাঁচটি। নিযুক্তদের প্রথম দু’বছর ‘প্রোবেশন’-এ রাখা হবে।
উভয় পদে আবেদনকারীদের বয়স ২১ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। নিযুক্তদের সপ্তম বেতন কমিশনের লেভেল-১০ বেতনক্রম মেনে প্রতি মাসে পারিশ্রমিক দেওয়া হবে।
আবেদনকারীদের জন্য শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত অভিজ্ঞতার পৃথক মাপকাঠি রয়েছে, যা মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে উভয় পদে কর্মী নিয়োগ করা হবে।
প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। এর পর বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানাতেও সমস্ত নথি পাঠাতে হবে ডাকযোগে। বিশেষ ভাবে সক্ষম প্রার্থী ছাড়া বাকিদের জন্য আবেদনমূল্য স্থির করা হয়েছে ৩,৫৪০ টাকা। আগামী ৮ ডিসেম্বর অনলাইনে আবেদনের শেষ দিন। অফলাইনে নথি পাঠানোর শেষ দিন ১৮ ডিসেম্বর।