অ্যান্ড্রু ইয়ুল অ্যান্ড কোম্পানি লিমিটেড। ছবি: সংগৃহীত।
রাষ্ট্রায়ত্ত সংস্থায় কর্মখালি। অ্যান্ড্রু ইয়ুল অ্যান্ড কোম্পানি লিমিটেড-এর টি ডিভিশনে ডেপুটি ম্যানেজার নিয়োগ করা হবে। ওই সংস্থার চেন্নাইয় দফতরে অভিজ্ঞ কর্মী প্রয়োজন। শূন্যপদ দু’টি।
চেন্নাই ডিভিশনে ইলেকট্রিক্যাল অপারেশন সংক্রান্ত কাজের জন্য ওই পদে কর্মী নিয়োগ করা হবে। তাই আবেদনকারীদের ইলেকট্রিক্যাল কিংবা সমতুল বিষয়ে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকা প্রয়োজন। এ ছাড়াও তাঁদের ম্যানেজমেন্ট সংক্রান্ত কাজে সাত থেকে ১০ বছরের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।
মার্কেট ট্রেন্ডে নজরদারি, বিভিন্ন সংস্থার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, দরপত্র তৈরি এবং তা জমা দেওয়া— এই সমস্ত কাজ নিযুক্ত ব্যক্তিকে করতে হবে। তাঁর বয়স ৪২ বছর হওয়া প্রয়োজন। নিযুক্তের পারিশ্রমিক হিসাবে প্রতি মাসে ৬০,০০০ থেকে ২,০০,০০০ টাকা বরাদ্দ করা হয়েছে।
আগ্রহীদের অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। এ জন্য তাঁরা অ্যান্ড্রু ইয়ুল অ্যান্ড কোম্পানি লিমিটেড-এর ওয়েবসাইটে গিয়ে আবেদন সংক্রান্ত শর্তাবলি দেখে আবেদন পাঠাতে পারবেন। ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেওয়া হবে। আবেদনের শেষ দিন ২৪ নভেম্বর।