JRF Recruitment 2025

জুনিয়র রিসার্চ ফেলো প্রয়োজন ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারে, কী ভাবে আবেদন করবেন?

ফিজ়িক্যাল সায়েন্সেস, কেমিক্যাল সায়েন্সেস এবং লাইফ সায়েন্সেস বিভাগে বিভিন্ন বিষয় নিয়ে গবেষণার সুযোগ রয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৫ ১৬:৫৪
Share:

ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার। ছবি: সংগৃহীত।

ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারে কর্মখালি। প্রতিষ্ঠানের মুম্বইয়ের দফতরে জুনিয়র রিসার্চ ফেলো প্রয়োজন। নিযুক্তদের কাছে ফিজ়িক্যাল সায়েন্সেস, কেমিক্যাল সায়েন্সেস এবং লাইফ সায়েন্সেস বিভাগে বিভিন্ন বিষয় নিয়ে গবেষণার সুযোগ রয়েছে। প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে শূন্যপদের সংখ্যা বিষয়ে অবশ্য কোনও তথ্য পেশ করা হয়নি।

Advertisement

পদার্থবিদ্যা, রসায়ন এবং লাইফ সায়েন্সেস শাখার কোনও বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, এমন প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন। তাঁদের স্নাতকোত্তর স্তরে ৬০ শতাংশ কিংবা তার বেশি নম্বর থাকতে হবে। বয়স অনূর্ধ্ব ২৮ বছর হওয়া প্রয়োজন।

এ ছাড়াও ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট), জয়েন্ট এন্ট্রান্স স্ক্রিনিং টেস্ট (জেস্ট), ডিবিটি-জেআরএফ বায়োটেকনোলজি এলিজিবিলিটি টেস্ট— এর মধ্যে যে কোনও একটি পরীক্ষায় আবেদনকারীদের উত্তীর্ণ হওয়া প্রয়োজন। ফেলোশিপ হিসাবে ৩৭ হাজার টাকা দেওয়া হবে।

Advertisement

বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে। এর জন্য আলাদা করে আগ্রহীদের আবেদনপত্র জমা দেওয়া প্রয়োজন। আবেদনমূল্য হিসাবে ৫০০ টাকা ধার্য করা হয়েছে। অনলাইনে ১৯ মে পর্যন্ত আবেদনপত্র গ্রহণ করা হবে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement