Indian Railway Jobs 2025

ভারতীয় রেলে ৮০০-র বেশি শিক্ষানবিশ প্রয়োজন, আবেদনের শেষ দিন কবে?

রেলের দক্ষিণ-পূর্ব-মধ্য শাখার বিলাসপুর ডিভিশনে শিক্ষানবিশ (অ্যাপ্রেন্টিস) হিসাবে এক বছরের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ মার্চ ২০২৫ ১৬:৫৫
Share:

ছবি: সংগৃহীত।

ভারতীয় রেলে ৮০০-রও বেশি শিক্ষানবিশ (অ্যাপ্রেন্টিস) প্রয়োজন। রেলের দক্ষিণ-পূর্ব-মধ্য শাখার বিলাসপুর ডিভিশনের তরফে এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দ্বাদশ উত্তীর্ণ হয়েছেন এবং ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট (আইটিআই)-এর কোর্স সম্পূর্ণ করেছেন, এমন ব্যক্তিদের বেছে নেওয়া হবে। মোট শূন্যপদ ৮৩৫।

Advertisement

ডিজিটাল ফটোগ্রাফার, টার্নার, ওয়েল্ডার, স্টেনোগ্রাফার, ইলেক্ট্রিশিয়ান, ফিটার, মেকানিস্ট-সহ বিভিন্ন ট্রেডে তাঁদের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ চলাকালীন সরকারি নিয়ম অনুযায়ী অ্যাপ্রেন্টিসরা ভাতা পাবেন। মোট এক বছরের জন্য তাঁদের প্রশিক্ষণ দেওয়া হবে।

উল্লিখিত বিভাগে প্রশিক্ষণ নিতে আগ্রহীদের বয়স ১৫ থেকে ২৪ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। আবেদনকারীদের দ্বাদশের পরীক্ষায় এবং আইটিআই কোর্সে প্রাপ্ত নম্বরের নিরিখে বেছে নেওয়া হবে।

Advertisement

আগ্রহীদের অনলাইনে আবেদন জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ২৫ মার্চ। নিযুক্তদের বিলাসপুর ডিভিশনে প্রশিক্ষণ দেওয়া হবে। এই বিষয়ে আরও তথ্য জেনে নিতে রেলের দক্ষিণ-পূর্ব-মধ্য শাখার ওয়েবসাইটটি দেখে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement