বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে রয়েছে কাজের সুযোগ। সেই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট এবং প্রজেক্ট অ্যাসোসিয়েট নেওয়া হবে। প্রতিষ্ঠানের তরফে ‘সেন্টার ফর জেনেটিক ডিজ়অর্ডার্স, ইনস্টিটিউট অফ সায়েন্স’-এর তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। বিশেষ প্রকল্পে কাজের সুযোগ রয়েছে। প্রকল্পটির নাম ‘মিশন প্রোগ্রাম অন পেডিয়াট্রিক রেয়ার জেনেটিক ডিজ়অর্ডার্স ’। কাজের মেয়াদ প্রথমে এক বছরের জন্য। পরে প্রয়োজন অনুযায়ী মেয়াদ বাড়তে পারে।
সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে হওয়া দরকার। পাশাপাশি, যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যাচারাল/ এগ্রিকালচার সায়েন্স বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্ন হতে হবে। প্রতি মাসে ৪২ হাজার টাকা করে পারিশ্রমিক দেওয়া হবে। প্রজেক্ট অ্যাসোসিয়েট পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স ৩১ বছরের মধ্যে থাকা দরকার। এ ক্ষেত্রেও একই বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা থাকা দরকার। প্রতি মাসে ৩১ হাজার টাকা করে দেওয়া হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
কী ভাবে আবেদন করবেন?
প্রার্থীকে প্রথমে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্ট’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখানে দেওয়া ঠিকানায় বিস্তারিত জীবনপঞ্জি এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। পাশাপাশি, বিজ্ঞপ্তিতে দেওয়া আইডিতেও মেল করতে হবে নথি এবং আবেদনপত্র। ১০ অক্টোবর আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।
এই সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখতে পারেন।