ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (বিআইএস)। সংগৃহীত ছবি।
কেন্দ্রের উপভোক্তা বিষয়ক মন্ত্রকের অধীনস্থ সংস্থা ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (বিআইএস)-এ কাজের সুযোগ। সম্প্রতি এই মর্মে সংস্থার তরফে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, সংস্থায় বিভিন্ন ক্ষেত্রের জন্য কর্মী নিয়োগ করা হবে। এর জন্য আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। যা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।
সংস্থায় নিয়োগ হবে সায়েন্টিস্ট-বি পদে। শূন্যপদ ২০টি। নিযুক্তদের সংস্থার রসায়ন, সিভিল, কম্পিউটার, ইলেক্ট্রিক্যাল, ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন এবং এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগে কাজের সুযোগ মিলবে।
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে ১,১৪,৯৪৫ টাকা। সংস্থার নয়া দিল্লির অফিসে নিযুক্তদের পোস্টিং দেওয়া হলেও তাঁদের দেশের অন্যত্রও যাতায়াত করতে হবে।
ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন বিভাগে আবেদনকারীদের সংশ্লিষ্ট বিষয়গুলিতে স্নাতকে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। নম্বরে ছাড় পাবেন সংরক্ষিত শ্রেণিভুক্তরা। পাশাপাশি ২০২৩-২০২৫ সালের মধ্যে সংশ্লিষ্ট বিষয়গুলিতে গেট (গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং)-এও উত্তীর্ণ হতে হবে।
আগ্রহীদের এর জন্য সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়া শেষ হবে আগামী ২৩ মে। এর পর প্রার্থীদের গেট-এ প্রাপ্ত নম্বর এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে সংশ্লিষ্ট পদে নিয়োগ করা হবে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।