WB Health Recruitment 2025

জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পুরসভায় মেডিক্যাল অফিসার প্রয়োজন, কোন শর্তে আবেদন?

জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পুরসভায় ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। ওই কাজের জন্য অনূর্ধ্ব ৬৭ বছর বয়সিরা আবেদনের সুযোগ পাবেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২৫ ১৫:৩৭
Share:

জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পুরসভায় মিউনিসিপ্যাল মেডিক্যাল অফিসার অফ হেলথ পদে কর্মী নিয়োগ করা হবে। ছবি: সংগৃহীত।

ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি (এমবিবিএস) ডিগ্রিপ্রাপ্তরা মুর্শিদবাদের জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পুরসভায় চাকরির সুযোগ পেতে পারেন। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের ওয়েবসাইটে এই সংক্রান্ত একটি নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শূন্যপদ একটি।

Advertisement

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মিউনিসিপ্যাল মেডিক্যাল অফিসার অফ হেলথ পদে কর্মী নিয়োগ করা হবে। সংশ্লিষ্ট পদে এমবিবিএস ডিগ্রিপ্রাপ্তরা আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে তাঁদের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি এবং ডিপ্লোমার পাশাপাশি, সম্পূর্ণ ইন্টার্নশিপ থাকা প্রয়োজন। একই সঙ্গে, তাঁদের নাম ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলে নথিভুক্ত থাকাও আবশ্যক।

বিজ্ঞপ্তিতে প্রকাশিত শর্ত অনুযায়ী, বয়স ৬৭ বছরের মধ্যে হতে হবে। প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে ৬২ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। তবে, কোনও চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে কি না, সেই সম্পর্কে কোনও তথ্য বিজ্ঞপ্তিতে দেওয়া হয়নি।

Advertisement

সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। এ জন্য আগ্রহীদের ৮ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার মধ্যে উপস্থিত থাকা প্রয়োজন। ওই দিন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এমবিবিএস ডিগ্রি-সহ সমস্ত উচ্চশিক্ষার যোগ্যতার প্রমাণপত্রের মতো নথি সঙ্গে নিয়ে আসতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement