WBERC Recruitment 2025

কনসালট্যান্ট হিসাবে কাজে নিযুক্ত হবেন? সুযোগ রয়েছে রাজ্যে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ নিয়ন্ত্রক কমিশনে

চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। প্রথমে কাজের মেয়াদ থাকবে ছ’মাসের। পরে প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি হতে পারে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ জুলাই ২০২৫ ১৫:০২
Share:

ডব্লিউবিইআরসি-এ উচ্চপদে কর্মী নিয়োগ প্রতীকী ছবি।

রাজ্যে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ নিয়ন্ত্রক কমিশন বা ওয়েস্ট বেঙ্গল ইলেক্ট্রিসিটি রেগুলেটরি কমিশন (ডব্লিউবিইআরসি)-এ উচ্চপদে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি এ সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কমিশনের তরফে।

Advertisement

কনসালট্যান্ট (ফিন্যান্স) পদে নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। প্রথমে কাজের মেয়াদ থাকবে ছ’মাসের। পরে প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি হতে পারে। প্রতি মাসে ১ লক্ষ টাকা বেতন দেওয়া হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে। ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের সদস্য হতে হবে। অন্তত ১৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকা চাই। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখুন।

আবেদন কী ভাবে?

Advertisement

ডব্লিউবিইআরসি-র ওয়েবসাইটে (wberc.gov.in) যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র জমা দিতে হবে। আবেদন প্রক্রিয়া চলবে ৪ অগস্ট পর্যন্ত। ওই দিন বিকেল ৫টার পর আর কোনও আবেদনপত্র সংগ্রহ করা হবে না। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ডব্লিউবিইআরসি-র ওয়েবসাইটটি দেখুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement