CNCI Kolkata Recruitment

ডেটা এন্ট্রি অপারেটর-সহ একাধিক পদে কর্মখালি, বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজ্যের সরকারি হাসপাতাল

নির্দিষ্ট সময়ের চুক্তিতে ডেটা এন্ট্রি অপারেটর এবং প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে নিযুক্তদের কাজ করতে হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৩৫
Share:

চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত।

রাজ্যের সরকারি হাসপাতালে স্বল্পসময়ের চুক্তিতে চাকরির সুযোগ। চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটের একটি গবেষণা প্রকল্পে কাজের জন্য কর্মী প্রয়োজন। হাসপাতালের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ডেটা এন্ট্রি অপারেটর এবং প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। শূন্যপদ দু’টি।

Advertisement

ডেটা এন্ট্রি অপারেটর হিসাবে যে কোনও বিষয়ে স্নাতকেরা সংশ্লিষ্ট পদের জন্য আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীদের কম্পিউটারে টাইপিংয়ের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। পাশাপাশি, তাঁদের প্রতি ঘণ্টায় ৮০০০ ‘কী ডিপ্রেশন’-এর দক্ষতা থাকতে হবে। প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে ১৭,০০০ টাকা বরাদ্দ করা হয়েছে। বয়স ২৫ বছরের মধ্যে হতে হবে।

প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে অনূর্ধ্ব ৩৫ বছর বয়সি ব্যক্তির আবেদন গ্রহণ করা হবে। তাঁকে সোশিয়োলজি, অ্যান্থ্রোপলজি, সোশ্যাল সায়েন্সেস, মেডিক্যাল সোশ্যাল ওয়ার্ক, মনোবিদ্যা কিংবা সমতুল্য বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন হতে হবে। পাশাপাশি, আবেদনকারীদের ন্যূনতম তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। নিযুক্তদের প্রতি মাসে ৩১ হাজার টাকা করে পারিশ্রমিক দেওয়া হবে।

Advertisement

মোট তিন মাসের চুক্তিতে উল্লিখিত পদে কাজ চলবে। আগ্রহীরা জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং কর্মজীবনের শংসাপত্র-সহ আবেদনপত্র ইমেল মারফত জমা দিতে পারবেন। আবেদনের শেষ দিন ১৫ ফেব্রুয়ারি। আবেদনমূল্য ২০০ টাকা। লিখিত পরীক্ষা, স্কিল টেস্ট কিংবা ইন্টারভিউয়ের মাধ্যমে ১৭ ফেব্রুয়ারি বাছাই করা প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। এই বিষয়ে সবিস্তার জেনে নিতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement