ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)। ছবি: সংগৃহীত।
পরামর্শদাতা পদে কর্মী প্রয়োজন। ওই পদে নিযুক্ত ব্যক্তিদের ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের ভেক্টর কন্ট্রোল রিসার্চ সেন্টারে কাজ করতে হবে। শূন্যপদ দু’টি।
ম্যানেজমেন্ট, আইন, অ্যাডমিনিস্ট্রেশন, ফিনান্স, অ্যাকাউন্টিং, বাণিজ্য, অর্থনীতি বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্নেরা আবেদন করতে পারবেন। তবে এ ক্ষেত্রে তাঁদের সরকারি দফতরে পূর্বে ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
এ ছাড়াও বর্তমানে অবসর গ্রহণ করেছেন, এমন ব্যক্তিদেরই উল্লিখিত পদে নিয়োগ করা হবে। এর জন্য তাঁদের ইংরেজি এবং হিন্দিতে সাবলীল হওয়া প্রয়োজন। প্রার্থীদের বয়স ৪০ থেকে ৭০ বছরের মধ্যে হতে হবে।
প্রতি মাসে নিযুক্তরা ১ লক্ষ টাকা থেকে ১ লক্ষ ৮০ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে পাবেন। মোট এক বছরের চুক্তিতে কাজ চলবে। ডাকযোগে প্রার্থীদের আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ২৩ জুন। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।