Govt Jobs for Graduates 2025

রাষ্ট্রায়ত্ত সংস্থায় যোগদানের সুযোগ পাবেন স্নাতকেরা, কী ভাবে হবে যোগ্যতা যাচাই?

ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া-য় প্রজেক্ট ইঞ্জিনিয়ার এবং টেকনিক্যাল এক্সপার্ট পদে স্নাতকদের নিয়োগ করা হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৫ ১৪:৪৬
Share:

ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। ছবি: সংগৃহীত।

স্নাতকদের নির্দিষ্ট সময়ের চুক্তিতে চাকরির সুযোগ দেবে রাষ্ট্রায়ত্ত সংস্থা। প্রজেক্ট ইঞ্জিনিয়ার এবং টেকনিক্যাল এক্সপার্ট পদে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদ ১৫টি।

Advertisement

নিযুক্তদের কাজ করতে হবে ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া-র হায়দরাবাদের দফতরে। উল্লিখিত পদে নিয়োগের জন্য সংস্থার তরফে ওয়াক-ইন ইন্টারভিউয়ের আয়োজন করা হয়েছে। ১৯ এবং ২০ ডিসেম্বর ইন্টারভিউ হতে চলেছে।

ইঞ্জিনিয়ারিং শাখার যে কোনও বিষয়ে স্নাতক হয়েছেন, এমন ব্যক্তিরা উল্লিখিত পদে কাজের সুযোগ পাবেন। এ ছাড়াও ওই পদে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট কিংবা মাস্টার অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন ডিগ্রি প্রাপ্তদেরও নিয়োগ করবে ওই রাষ্ট্রায়ত্ত সংস্থায়। তবে, প্রার্থীদের অন্তত তিন থেকে ১০ বছরের কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন। এ ক্ষেত্রে শিক্ষানবিশ (অ্যাপ্রেন্টিস) হিসাবে অভিজ্ঞতা থাকলেও তা গ্রহণ করা হবে।

Advertisement

প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদে নিযুক্তদের বয়স ৩৩ বছরের মধ্যে এবং টেকনিক্যাল এক্সপার্ট পদে নিযুক্তদের ৬০ বছরের মধ্যে হতে হবে। তাঁদের জন্য প্রতি মাসে ৪০,০০০ টাকা থেকে ১,২৫,০০০ টাকা পারিশ্রমিক বরাদ্দ করা হয়েছে। প্রজেক্ট ইঞ্জিনিয়ারদের ১ বছরের চুক্তিতে এবং টেকনিক্যাল এক্সপার্ট পদে ছ’মাসের চুক্তিতে কাজ করতে হবে।

আগ্রহীদের ইন্টারভিউয়ের দিন সকাল ৯টার মধ্যে হায়দরাবাদের দফতরে ইন্টারভিউ দিতে আসতে হবে। ওই দিন প্রার্থীদের জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতা এবং কর্মজীবনের শংসাপত্রের মতো নথি সঙ্গে রাখা প্রয়োজন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement