ECGC Recruitment 2025

বাণিজ্য মন্ত্রকের অধীন ইসিজিসি আধিকারিক পদে কর্মী খুঁজছে, আবেদনের সুযোগ স্নাতকদেরও

অনলাইন পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেবে এক্সপোর্ট ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন অব ইন্ডিয়া (ইসিজিসি)।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২৫ ১৩:১১
Share:

এক্সপোর্ট ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন অব ইন্ডিয়া (ইসিজিসি)। ছবি: সংগৃহীত।

বাণিজ্য মন্ত্রকের আওতাভুক্ত সংস্থায় কর্মখালি। ওই সংস্থায় প্রোবেশেনারি অফিসার পদে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদ ৩০টি।

Advertisement

এক্সপোর্ট ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন অব ইন্ডিয়া (ইসিজিসি) ওই পদে নিযুক্তদের পোস্টিং করাবে মুম্বইয়ে। সংস্থার তরফে জানানো হয়েছে, অনলাইনে পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেওয়া হবে।

হিন্দি কিংবা ইংরেজি ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা স্পেশ্যালিস্ট বিভাগের প্রোবেশেনারি অফিসার পদে আবেদনের সুযোগ পাবেন। জেনারেলিস্ট বিভাগের আধিকারিক পদে যে কোনও বিষয়ে স্নাতক হয়েছেন, এমন প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।

Advertisement

লিখিত পরীক্ষা দু’টি পত্রে নেওয়া হবে। রিজ়নিং এবিলিটি, ইংরেজি ভাষা, কম্পিউটার, জেনারেল অ্যাওয়্যারনেস, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, প্রফেশনাল নলেজ বিষয়ে প্রশ্ন থাকবে। এই পত্রের জন্য ১৪০ মিনিট ধার্য করা হয়েছে। এ ছাড়াও রচনাধর্মী প্রশ্নও করা হবে। এ জন্য ৪০ মিনিট পাওয়া যাবে।

আগ্রহীদের অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। পোর্টাল মারফত আবেদন ২ ডিসেম্বর পর্যন্ত পাঠানোর সুযোগ পাবেন। তথ্য সংক্রান্ত ত্রুটি সংশোধনের জন্য আবেদনের পোর্টাল ৬ থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত চালু করা হবে। অনলাইনে পরীক্ষা ২০২৬-এর ১১ জানুয়ারি হতে চলেছে। পরীক্ষার ফল ৩১ জানুয়ারি ঘোষণার পর ফেব্রুয়ারি কিংবা মার্চে ইন্টারভিউ নেওয়া হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement