হিন্দুস্তান কপার লিমিটেড। ছবি: সংগৃহীত।
রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান কপার লিমিটেড (এইচসিএল)-এ কাজের সুযোগ। এই মর্মে সংস্থার ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
সংস্থায় গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনি (শিক্ষানবিশ) পদে নিয়োগ করা হবে। মোট শূন্যপদের সংখ্যা ২৭। এই পদে নিযুক্তেরা সংস্থার যে সমস্ত ক্ষেত্রে কাজের প্রশিক্ষণ পাবেন, সেগুলি হল— মাইনিং, জিওলজি, ইলেকট্রিক্যাল, মেটোলজি, মেকানিক্যাল এবং সিস্টেম। আবেদনকারীদের বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। এই পদে প্রশিক্ষণ চলবে এক বছর ধরে। এই সময়ে নিযুক্তদের বেতনক্রম হবে ৪০,০০০ থেকে ১,৪০,০০০ টাকা প্রতি মাসে। প্রশিক্ষণ যথাযথ ভাবে শেষ করতে পারলে তাঁদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে উন্নীত করা হবে। সমস্ত পদের জন্যই আবেদনকারীদের ২০২৩/ ২০২৪/ ২০২৫-এর গেট পরীক্ষায় যথাযথ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। প্রার্থীদের গেট-এ প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রাথমিক বাছাইয়ের পর ইন্টারভিউয়ের মাধ্যমে সংশ্লিষ্ট পদে নিয়োগ করা হবে। এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠি জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।
আবেদন করবেন কী ভাবে?
হিন্দুস্তান কপার লিমিটেডের ওয়েবসাইটে (www.hindustancopper.com) যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ২ সেপ্টেম্বর। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে হিন্দুস্তান কপার লিমিটেডের ওয়েবসাইটটি দেখুন।