HPCL Recruitment 2024

হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশনে কাজের সুযোগ, নিয়োগ কোন পদে?

নিযুক্তদের ২০২৫-’২৬ অর্থবর্ষের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে সংস্থায়। অর্থাৎ এক বছর চলবে প্রশিক্ষণ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৫ ১৭:৫৭
Share:

হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (এইচপিসিএল)। সংগৃহীত ছবি।

রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (এইচপিসিএল)-এ কর্মখালি। এই মর্মে সম্প্রতি সংস্থার ওয়েবসাইটে একটি নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে প্রকাশ, সংস্থার বিভিন্ন বিভাগে নিযুক্তদের কাজের সুযোগ মিলবে। পোস্টিং হবে দেশের বিভিন্ন অঞ্চলে। এর জন্য আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। সদ্যই শুরু হয়েছে সেই প্রক্রিয়া।

Advertisement

সংস্থায় নিয়োগ হবে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস (ইঞ্জিনিয়ারিং) বা শিক্ষানবিশ পদে। বিজ্ঞপ্তিতে মোট শূন্যপদের বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি। সংস্থায় সিভিল, মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল, কেমিক্যাল, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স, ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, ইন্সট্রুমেন্টেশন, কম্পিউটার সায়েন্স/ আইটি এবং পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রের শিক্ষানবিশ নিয়োগ করা হবে। নিযুক্তদের ২০২৫-’২৬ অর্থবর্ষের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। অর্থাৎ এক বছর ধরে চলবে প্রশিক্ষণ।

সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য ছাড় থাকবে। শিক্ষানবিশদের বৃত্তি দেওয়া হবে মাসে ২৫,০০০ টাকা।

Advertisement

উল্লিখিত পদে আবেদনের জন্য প্রার্থীদের ইঞ্জিনিয়ারিংয়ের সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে স্নাতক উত্তীর্ণ হতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য ছাড় থাকবে। সংশ্লিষ্ট বিষয়ে চার বছরের গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে। একই ভাবে অন্য পদগুলির জন্যেও রয়েছে শিক্ষাগত যোগ্যতা এবং পেশাদারি অভিজ্ঞতার আলাদা মাপকাঠি।

আগ্রহীদের প্রথমে মূল বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে। এর পরে সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ সংশ্লিষ্ট পদে আবেদন জানাতে হবে। আগামী ১৩ জানুয়ারি আবেদনের শেষ দিন। এর পরে প্রার্থীদের স্নাতকে প্রাপ্ত নম্বর এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে উল্লিখিত পদে নিয়োগ করা হবে। এই বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement