বেলঘরিয়ার সরস্বতী প্রেস। ছবি: সংগৃহীত।
কলকাতায় রাজ্য সরকারি উদ্যোগে পূর্ব ভারতের বৃহত্তম প্রিন্টিং কোম্পানি সরস্বতী প্রেস লিমিটেডে কর্মী নিয়োগ করা হবে। সেই মর্মে সংস্থার ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
নিরাপত্তারক্ষী (সিকিউরিটি গার্ড) নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। নিরাপত্তারক্ষী পদে নিয়োগের জন্য আবেদনকারীর বয়স ৪৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন (১ মে, ২০২৫ অনুযায়ী)। যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ হতে হবে। প্রতিরক্ষা বিভাগে আগে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এই পদে নিয়োগের পর বেতন হবে ২৪ হাজার টাকা প্রতি মাসে।
আবেদন করবেন কী ভাবে?
প্রথমে সরস্বতী প্রেস লিমিটেডের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। এর পর বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী সম্প্রতি তোলা দু’টি পাসপোর্ট মাপের ছবি, বয়সের প্রমাণ, শিক্ষাগত যোগ্যতার প্রমাণ, কাজের অভিজ্ঞতার প্রমাণ-সহ বিস্তারিত জীবনপঞ্জি এবং প্রয়োজনীয় নথি সরস্বতী প্রেসের ঠিকানায় পাঠাতে হবে। আবেদনপত্র জমা দিতে হবে ২০ মে-র মধ্যে।
নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও শর্তাবলি জানতে সরস্বতী প্রেস লিমিটেডের ওয়েবসাইটটি দেখতে পারেন।