JRF Jobs 2025

কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে গবেষক প্রয়োজন, আবেদন কী ভাবে?

আবেদনকারীদের বেসিক সেল কালচার এবং মলিকিউলার বায়োলজি টেকনিক্স সম্পর্কে জানতে হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ মে ২০২৫ ১৪:৪৯
Share:

কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে কর্মী প্রয়োজন। বিশ্ববিদ্যালয়ের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, একটি শূন্যপদ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের একটি প্রকল্পে জুনিয়র রিসার্চ ফেলো হিসাবে কাজ করতে হবে।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা (জ়ুলজি) বিভাগে গবেষণার জন্য জুনিয়র রিসার্চ ফেলো প্রয়োজন। তাই পদপ্রার্থীদের প্রাণিবিদ্যা / বায়োকেমিস্ট্রি / বায়োটেকনোলজি / ফিজ়িয়োলজি / মলিকিউলার বায়োলজি / মাইক্রোবায়োলজি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এ ছাড়াও তাঁদের স্নাতকোত্তর স্তরে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকা আবশ্যক।

আবেদনকারীদের বয়স ২৬ বছরের মধ্যে হতে হবে। তাঁদের বেসিক সেল কালচার এবং মলিকিউলার বায়োলজি টেকনিক্স সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক। ইমেল মারফত আগ্রহীদের আবেদন গ্রহণ করা হবে। আবেদনের শেষ দিন ১০ জুন।

Advertisement

কাজের মেয়াদ বা পারিশ্রমিক সম্পর্কিত কোনও তথ্য প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। এর জন্য আগ্রহীদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement