প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে গবেষক প্রয়োজন। ছবি: সংগৃহীত।
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় গবেষক নিয়োগ করবে। ওই কাজের জন্য লাইফ সায়েন্সেস শাখার কোনও বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নদের আবেদন জুনিয়র রিসার্চ ফেলো-র জন্য গ্রহণ করা হবে। তবে এ ক্ষেত্রে তাঁদের ইউজিসি নেট জেআরএফ উত্তীর্ণ হওয়া আবশ্যক।
যদিও যাঁরা সিএসআইআর নেট কিংবা গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণ হয়েছেন, তাঁরাও উল্লিখিত কাজের জন্য আবেদনের সুযোগ পাবেন। তবে, উভয় ক্ষেত্রেই বয়স ২৮ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। এ ছাড়াও আবেদনকারীদের সেল বায়োলজি এবং মলিকিউলার নিয়ে গবেষণার পূর্ব অভিজ্ঞতা থাকা আবশ্যক।
সংশ্লিষ্ট প্রকল্পে কাউন্সিল ফর সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর) অ্যাসপায়ার স্কিমের অধীনে আর্থিক অনুদান দেওয়া হবে। প্রকল্পের কাজ চলাকালীন নিযুক্তকে প্রতি মাসে ৩৭ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে। এ ছাড়াও তিনি বাড়িভাড়়া বাবদ ভাতাও পাবেন।
নির্দিষ্ট সময়ের চুক্তিতে কাজের সুযোগ রয়েছে। প্রকল্পের মেয়াদ ১৯ অগস্ট, ২০২৫ থেকে ১৯ অগস্ট, ২০২৬ পর্যন্ত। আগ্রহীদের ই-মেল মারফত ২ অগস্টের মধ্যে আবেদন জমা দিতে হবে। বাছাই করা প্রার্থীরা ৩ অগস্টের মধ্যে ইন্টারভিউয়ের ডাক পাবেন। ৫ অগস্ট ইন্টারভিউ দিতে আসতে পারবেন। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (presiuniv.ac.in) মারফত দেখে নিতে হবে।