RITES Recruitment 2023

ভারতীয় রেল অধীনস্থ সংস্থায় ইঞ্জিনিয়ার পদে কর্মখালি, জেনে নিন কী ভাবে আবেদন করবেন?

মোট ২১ জন প্রার্থী নিয়োগ করা হবে। অনূর্ধ্ব ৫০ বছর বয়সি প্রার্থীরা আবেদন করতে পারবেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৮ জুলাই ২০২৩ ১১:৪৮
Share:

রেল ইন্ডিয়া টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক সার্ভিস। ছবি: সংগৃহীত

একাধিক শূন্যপদে ইঞ্জিনিয়ারদের নিয়োগ করা হবে। এই মর্মে ভারতীয় রেল চাকরির সুযোগ দিচ্ছে। রেল ইন্ডিয়া টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক সার্ভিসের তরফে প্রকাশিত হয়েছে নিয়োগের বিজ্ঞপ্তি। ইঞ্জিনিয়ার-সহ ১৩ টি পদে মোট ২১ জন ব্যক্তিকে নিয়োগ করা হবে। বয়স হতে হবে ৫০ বছরের মধ্যে।

Advertisement

কোন কোন পদে চলছে নিয়োগ?

প্রজেক্ট কন্ট্রোল, মেকানিক্যাল ইলেকট্রিক্যাল প্লাম্বিং, সেফটি বিভাগে টিম লিডার পদে নিয়োগ করা হবে। শূন্যপদ চারটি।

Advertisement

মেকানিক্যাল ইলেকট্রিক্যাল প্লাম্বিং, ওয়াটার সাপ্লাই, শোর প্রোটেকশন বিভাগে প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হবে। শূন্যপদ পাঁচটি।

কোয়ালিটি অ্যাসিওরেন্স/ কোয়ালিটি কন্ট্রোল ইঞ্জিনিয়ার পদে এক জন প্রার্থী নিয়োগ করা হবে।

বিল্ডিং এবং ওয়াটার সাপ্লাই বিভাগে রেসিডেন্ট ইঞ্জিনিয়ার পদে দু’জন প্রার্থী প্রয়োজন।

বিল্ডিং, রোড, ওয়াটার সাপ্লাই, ব্রিজ বিভাগের জন্য কোয়ালিটি ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে। শূন্যপদ সাতটি।

কারা আবেদন করতে পারবেন?

পদের নিরিখে তিন থেকে ১৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিরা আবেদন করতে পারবেন। তাঁদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক কিংবা ডিপ্লোমার ডিগ্রি থাকা বাঞ্ছনীয়। এছাড়াও মেকানিক্যাল, ম্যানুফ্যাকচারিং, অটোমোবাইল বা সমতুল্য বিষয়ে স্নাতকোত্তীর্ণদের কাজের অভিজ্ঞতা থাকলে, তাঁরাও আবেদন করতে পারবেন।

বেতন:

মাসে ৪০ হাজার থেকে ২ লক্ষ টাকা বেতন দেওয়া হবে।

কী ভাবে নিয়োগ করা হবে?

অনলাইনে পাঠানো আবেদন থেকে বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডেকে নেওয়া হবে। অভিজ্ঞতা এবং ইন্টারভিউয়ের ভিত্তিতে চূড়ান্ত পর্যায়ে নিয়োগ করা হবে।

রেল ইন্ডিয়া টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক সার্ভিসের ওয়েবসাইটের বিজ্ঞপ্তি অনুযায়ী, এই পদগুলিতে আবেদনের শেষ দিন ১ অগস্ট, ২০২৩। নিয়োগ সংক্রান্ত আবেদনপত্র অনলাইনে মেল যোগে পাঠাতে পারবেন আগ্রহী প্রার্থীরা। অন্যান্য বিষয়ে বিস্তারিত জেনে নিতে ওয়েবসাইট দেখে নিতে পারেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন